• সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
অনলাইনে কালোবাজারি বেড়েছে কালোবাজারি একই আসন বিক্রি করছে একাধিক যাত্রীর কাছে ১৮ বছর অতিক্রম করায় ২৭ কিশোরী পেলেন সম্মাননা কটিয়াদীতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি দ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতির বিদেশ যাত্রায় ফুলেল শুভেচ্ছা করিমগঞ্জে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থীর আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি ভৈরবে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেল দুই হাজারেও অধিক রোগী এনসিপির অপকর্মের দায় এড়াতে ঐক্যের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ অষ্টগ্রামে টেলিকম দোকানে চুরি বাড়ছে ছিনতাই-অপরাধ হোসেনপুরে শেখ হাসিনার জন্মদিন পালন করায় গ্রেপ্তার ৩ হোসেনপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবক খুন

ভৈরবে সম্মিলন ফাউন্ডেশনের ৩য় শাখা উদ্বোধন ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

# মো. আলাল উদ্দিন:-
পহেলা বৈশাখ১৪৩১ বঙ্গাব্দ রোববার সম্মিলন ফাউন্ডেশনের আয়োজনে উচ্চ শিক্ষার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মিলন ফাউন্ডেশনের ৩য় শাখা শিমুলকান্দি শাখার শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরবের কৃতিসন্তান প্রধান বিচারপতি পদকে ভূষিত ঢাকা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন। সম্মিলন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জাবেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি সিনিয়র সহকারী জজ মো. আনোয়ার হোসেন সাগর, সহকারী জজ আব্দুল মান্নান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি ও নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, উপজেলা পরিষদের
সাবেক ভাইস চেয়ারম্যান অলিউল ইসলাম অলি, রাজনীতিবিদ মোঃ সাইদুর রহমান জজ মিয়া, সমাজকর্মী মো. ফয়েজ আহমেদ, মেধাবী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বুয়েট বিশ্ববিদ্যালয়ের চান্সপ্রাপ্ত মো. রহুল আমিন, স‍্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত রিফাত হোসেন, ঢাকা ডেন্টাল কলেজে চান্সপ্রাপ্ত রিপন মিয়া ও সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত মো. দিদার মিয়া প্রমূখ।
সম্মিলন ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন রাখেন, সম্মিলন ফাউন্ডেশনের পরিচালক বিশিষ্ট সংগঠক ও বহুমূখী প্রতিভার অধিকারী মো. সামিউজ্জামান সুমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আহসান উদ্দিন সুমন। অনুষ্ঠানে শিমুলকান্দি এলাকার বিশিষ্ট ব‍্যক্তিবর্গ মেধাবী শিক্ষার্থীদের অভিভাবক ও সম্মিলন ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে ফিতা কেটে সম্মিলন ফাউন্ডেশনের ৩য় শাখা শিমুলকান্দি শাখার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন।
উল্লেখ্য যে অনুষ্ঠানে উচ্চ শিক্ষায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত ৪ জন শিক্ষার্থী প্রতিজন কে ভর্তি সহায়তা ফি বাবদ ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *