• শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ব্যবসায়ীর চোখে মরিচের গুড়া সোনা-রূপা টাকা ছিনতাই থানায় মামলা দায়ের আবু খালেদ পাঠান ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় সাহিত্য পুরস্কার কিশোরগঞ্জে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার যুবক-যুবতীকে খুঁটিতে বেঁধে বেত্রাঘাতের ঘটনায় মামলা ননদসহ গ্রেপ্তার দুইজন কটিয়াদীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা ছাত্র লীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজয় কর গুলশান থেকে গ্রেপ্তার ভুল দাগে জায়গা বিক্রি করে রেজিস্ট্রি অফিসের কর্মচারীর সহায়তায় চাঁদা দাবি ২০ লাখ পানের ন্যায্য মূল্যের দাবিতে পান চাষীদের মানববন্ধন ভৈরবে দারিদ্র্য বিমোচন ও ক্ষুদ্রঋণ কর্মসূচির অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে পৌরসভার দুই নারী কর্মীর বিরুদ্ধে বাল্যবিয়ে প্রতিরোধে পপির স্কুল পর্যায়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা

সড়ক বিভাগের জায়গার ওপর ৩০ অবৈধ দোকান, আছেন সরকারি চাকুরেও

সড়ক বিভাগের জায়গার
ওপর ৩০ অবৈধ দোকান
আছেন সরকারি চাকুরেও

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে সড়ক বিভাগের জায়গা দখল করে গড়ে উঠেছে অন্তত ৩০টি অবৈধ দোকান। দখলদারদের মধ্যে সরকারি চাকুরিজীবীও রয়েছেন বলে জানা গেছে। এতে একদিকে বেহাত হচ্ছে সরকারি জায়গা, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা।
কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের বড়পুল এলাকায় গিয়ে দেখা গেছে, সড়কের উভয় পাশেই গড়ে উঠেছে এরকম সারিবদ্ধ দোকানপাট। কেউ কেউ বিভ্রান্তিকর নকশা দেখিয়েও জায়গা দখল করেছেন বলে জানিয়েছেন ভূমি অফিসের এক কর্মকর্তা। পুরাতন নকশা অনুযায়ী এসব দখল উচ্ছেদ করা হয়েছিল। বিশেষ করে ওয়ান ইলাভেন সরকারের আমলে এসব জায়গার অবৈধ দখল উচ্ছেদ করে সড়ক বিভাগের দখল প্রতিষ্ঠা করা হয়েছিল। ১৯৮২-৮৩ সালে নতুন মাঠপর্চা হয়েছে। এর ভিত্তিতে ২০১০ সালে রেকর্ড বই তৈরি হয়েছে। নতুন নকশাও তৈরি হয়েছে। নতুন নকশার বিভ্রান্তিকর ব্যাখ্যা দিয়ে দখলদাররা আবার সড়ক বিভাগের জায়গা দখল করে দোকানপাট উঠিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে কেউ কেউ সরকারি জায়গায় দোকান বানিয়েছেন স্বীকার করে বলেছেন, অভিযোগ আসলে দোকান সরিয়ে নেবেন।
ওই এলাকার বাসিন্দা হেলাল মিয়া কিশোরগঞ্জ প্রধান ডাকঘরের মেইল কেরিয়ার। তিনি সরকারী জায়গায় একটি দোকান করেছেন স্বীকার করে জানান, অভিযোগ আসলে দোকানটি সরিয়ে নেবেন। ময়মনসিংহের নান্দাইল উপজেলার কালিগঞ্জ এলাকার মুকুল মিয়া এখন কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল ডুবাইল এলাকায় থাকেন। তার প্রতিবন্ধী ভাই মিলন এখানে সরকারি জায়াগায় দোকান বানিয়েছিলেন। সেই দোকানে মুকুল মিয়া ব্যবসা করেন। তবে জায়গাটি সরকারি বলে তিনি স্বীকার করেছেন। এরকম অন্তত ৩০টি অবৈধ দোকান গড়ে উঠেছে সড়ক বিভাগের সরকারি জায়গার ওপর।
স্থানীয় আব্দুল হাই এবং মোবারক হোসেন জানান, এটি একটি আন্তঃজেলা মহাসড়ক। এই সড়ক দিয়ে বাস ও ট্রাকসহ প্রতিদিন শত শত ভারী ও হালকা যানবাহন চলাচল করে। আর এরকম একটি ব্যস্ত সড়কের ওপর দোকানপাট হবার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা এই সড়কটি দোকানপাটম্ক্তু রাখা উচিত বলে মনে করেন।
জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া জানিয়েছেন, দোকানগুলো অস্থায়ীভাবে বাঁশের খুঁটি দিয়ে তৈরি করেছে। স্থায়ী ধরনের কোন স্থাপনা নেই। তার পরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উচ্ছেদের তালিকা পাঠানো হয়েছে। যে কোন সময় হয়ত উচ্ছেদের কাজ শুরু করা হবে বলে তিনি মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *