# মো. আল আমিন টিটু :
‘কৃষিই সমৃদ্ধি’ এই শ্লোগনকে সামনে রেখে ভৈরবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের উফশী ও হাইব্রীড বীজসহ সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
প্রণোদনার আওতায় বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ৭১০ জনকে উফশী বীজ এবং ৯৭০ জন কৃষককে হাইব্রীড জাতের বীজ দেয়া হয়। এরমধ্যে ৭১০ জন কৃষককে ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি করে সার এবং বোরো উফশী বীজ ৫ কেজি করে দেয়া হয়। এছাড়াও ৯৭০ জন কৃষককে ২ কেজি করে বোরো হাইব্রীড বীজ দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিউর রহমান প্রমুখ।