# মো. খলিলুর রহমান :-
“সুস্থ্য জীবনের জন্য সুস্থ্য মাটি”—এই স্লোগানকে সামনে রেখে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট কিশোরগঞ্জের বাজিতপুরে কৃষকদের মাঝে সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সরজমিনে ভেজাল সার সনাক্তকরণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণেরও আয়োজন করা হয়।
২৩ নভেম্বর রোববার বিকেলে প্রশিক্ষণ শেষে মোট ৫০ জন কৃষকের মধ্যে সার সুপারিশ কার্ড হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাজিতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুল ফেরদৌস প্রাপ্তি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ.বি.এম শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ফরহাদ হোসেন ও বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন, বাজিতপুর উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাদিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ড. শহীদুল ইসলাম বলেন, মাটি পরীক্ষা করে সার দিলে সারের পরিমাণ কম লাগে এবং মাটির গুণগতমান ভালো থাকে। এতে কৃষকের অর্থ সাশ্রয় হয় ও কৃষির পরিবেশও সুস্থ থাকে। অতিরিক্ত সার ও কীটনাশকের ব্যবহারে আমাদের মাটি উর্বরতা হারাচ্ছে। তাই এখনই সময় মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগের।