• বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ভৈরবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এবং দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন স্ত্রী কুপিয়েছেন ষষ্ঠ স্বামীকে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন, সাইভার আক্রমণ বেশি হচ্ছে নারীদের বিরুদ্ধে নিকলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি আলোচনা নারীর বুকে অভিনব কায়দায় রাখা ছিল ৫ হাজার পিস ইয়াবা, দুই মাসে আটক ১৮ নারী মাদক কারবারি টিনের চালা কেটে দুইটি ইলেকট্রিক দোকানে দুর্ধর্ষ চুরি, বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে ট্রেনে পুলিশকে মারধর টিটিইর সাথে অসদাচরণের ঘটনায় দুইজন গ্রেপ্তার কুলিয়ারচরে আরডিআরএস বাংলাদেশের নতুন শাখার শুভ উদ্বোধন

ভৈরবে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরব উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৫টায় ভৈরব পৌরসভার মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
১৭ নভেম্বর সোমবার কিশোরগঞ্জ জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আসলাম মোল্লা। যোগদানের পর সপ্তম দিনে ভৈরবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভৈরব পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিজুল হক, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী, নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মো. মুজিবুর রহমান, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জাহিদুল হক জাবেদ, ভৈরব প্রেসক্লাব আহ্বায়ক মোস্তাফিজ আমিন, সদস্য সচিব মো. সোহেলুর রহমান, ভৈরব টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি আসাদুজ্জামান ফারুক, গণঅধিকার পরিষদ নেতা ইমতিয়াজ আহমেদ কাজলসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, ভৈরবে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ভৈরবের সার্বিক সুযোগ সুবিধা ও আগামী দিনের প্রযোজনীয়তার বিষয় নিয়ে আলোচনা করেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, আমি ভৈরবের প্রশাসনের সকল কর্মকর্তাদের সাথে কথা বলেছি। আমি আপনাদের সহযোগিতায় এগিয়ে যেতে চাই। আমাদের আগামী দিনে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। জাতীয় পর্যায়ে ভৈরবের অনেক সুনাম রয়েছে। ভৈরবের সকল সমস্যাগুলো আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। এসময় তিনি ভৈরবের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *