• শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ভৈরবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এবং দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন স্ত্রী কুপিয়েছেন ষষ্ঠ স্বামীকে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন, সাইভার আক্রমণ বেশি হচ্ছে নারীদের বিরুদ্ধে নিকলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি আলোচনা নারীর বুকে অভিনব কায়দায় রাখা ছিল ৫ হাজার পিস ইয়াবা, দুই মাসে আটক ১৮ নারী মাদক কারবারি টিনের চালা কেটে দুইটি ইলেকট্রিক দোকানে দুর্ধর্ষ চুরি, বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে ট্রেনে পুলিশকে মারধর টিটিইর সাথে অসদাচরণের ঘটনায় দুইজন গ্রেপ্তার কুলিয়ারচরে আরডিআরএস বাংলাদেশের নতুন শাখার শুভ উদ্বোধন

নারীর বুকে অভিনব কায়দায় রাখা ছিল ৫ হাজার পিস ইয়াবা, দুই মাসে আটক ১৮ নারী মাদক কারবারি

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে জাহানারা বেগম (৫০) নামে এক নারীর বুকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেল ভৈরব শাখার সদস্যরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়ক সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গত দুই মাসে বিশেষ অভিযানে ১৭ জন নারী মাদক কারবারিকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর পরিদর্শক চন্দন গোপাল সুর।
আটককৃত মাদক কারবারি জাহানারা বেগম কুমিল্লার মডেল থানার চাঁদপুরের শুভপুর এলাকার কবীর হোসেনের বাড়ির মৃত নুরুল ইসলামের স্ত্রী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বন্দরনগরী ভৈরব উপজেলা মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের আবাসিক ও বাণিজ্যিক এলাকায় প্রকাশ্যে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, স্কাফ সিরাপ জাতীয় মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। ভৈরবকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছে মাদক কারবারিরা। ভৈরব মাদক আসছে নৌ পথে, সড়ক পথে ও রেলপথে।
সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে আজমপুর, সুলতানপুর, চম্পক নগর, কর্ণেল বাজার, কাশিমপুর, মুকুন্দপুর, শশীদল, বিষ্ণুপুর, ধর্মষাড়, আলীনগর, সিঙ্গারবিল, ও গঙ্গাসাগর এ সমস্ত এলাকা দিয়ে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, বুপ্রেণর ফিন, ভারতীয় মদ, স্কাফ জাতীয় সিরাপ কোটি কোটি টাকার মাদকদ্রব্য ভৈরব প্রবেশ করছে। পরবর্তীতে মাদক ব্যবসায়ীরা এ সকল মাদকদ্রব্য এখান থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রেরণ করছে। এ কাজে তারা ট্রেন, বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকার ব্যবহার করছে। উপজেলার রেল স্টেশন এলাকার আমলাপাড়া, পঞ্চবটি পুকুর, ঘোড়াকান্দা, ভৈরবপুর, চন্ডিবের ভেদের হাটি, কমলপুর চটান হাটি মাদকের ব্যবসা জমজমাট। এছাড়া শতাধিক স্পটে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে।
উপজেলার সর্বত্র মাদকসেবীদের উপদ্রব দিন দিন বেড়েই চলছে। এতে সাধারণ মানুষ অতিষ্ট হয়ে উঠছে। মাদক সেবন কারিদের মধ্যে স্কুল কলেজের ছাত্র থেকে শুরু করে ৪৫/৫০ বছরের বৃদ্ধও রয়েছে। অভিযোগ রয়েছে, শহরের প্রতিটি এলাকায় অবাধে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চলছে। মাদকসেবীরা নেশার টাকা যোগার করতে বিভিন্ন ধরণের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। ফলে এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ নভেম্বর সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়ক সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় আশুগঞ্জ থেকে ভৈরবে আসা একটি রেগুনা আটক করে তল্লাশি করা হয়। রেগুনার ভেতর যাত্রী বেশে থাকা জাহানারা বেগমকে আটকের পর তাকে তল্লাশি করে তাঁর বুকে অভিনব কায়দায় রাখা ছিল ৫ হাজার পিস ইয়াবা।
এদিকে অধিদপ্তর থেকে জানা যায়, দিন দিন ভৈরবে নারী মাদককারবারিদের সংখ্যা বেড়েই চলেছে। গত দুই মাসে আরো ১৮ জন নারীকে বিভিন্ন নিষিদ্ধ মাদকদ্রব্যসহ আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
সূত্রে আরো জানা যায়, গত ২৩ নভেম্বর হিরামনি নামে এক নারী মাদক কারবারিকে ৪ কেজি গাঁজা, ৮ নভেম্বর নাজমা ও আশা বেগমকে ১৮শ পিস ইয়াবা, ৮ অক্টোবর চার নারী মাদক কারবারির কাছ থেকে ১ হাজার ৯৯০ পিস ইয়াবা, ৩৭ বোতল স্কাফ ও ২ কেজি গাঁজা পাওয়া যায়। এছাড়াও ২১ অক্টোবর স্মৃতি মনি নামের এক নারী মাদক কারবারিকে ৬ কেজি গাঁজাসহ দুই মাসে মোট ১৮ জন নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রতিনিয়ত ভৈরবের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মঙ্গলবার জাহানারা বেগম নামে এ চিহ্নিত মাদক কারবারিকে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তাঁর নামে ভৈরব থানাসহ আশপাশের থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। জাহানারা বেগমের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, ভৈরবসহ দেশের বিভিন্ন এলাকায় দিনদিন মাদক কারবারি নারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বেশির ভাগ নারীরা স্বামী পরিত্যক্তা, কারো কারো একাধিক বিয়ে হয়েছে। আবার কেউ কেউ লোভে পড়ে স্বেচ্ছায় এই পেশায় জড়িয়ে পড়ে। প্রতি মাসেই ১০/১২ জন নারী বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার হচ্ছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *