• বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১১:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ভৈরবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এবং দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন স্ত্রী কুপিয়েছেন ষষ্ঠ স্বামীকে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন, সাইভার আক্রমণ বেশি হচ্ছে নারীদের বিরুদ্ধে নিকলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি আলোচনা নারীর বুকে অভিনব কায়দায় রাখা ছিল ৫ হাজার পিস ইয়াবা, দুই মাসে আটক ১৮ নারী মাদক কারবারি টিনের চালা কেটে দুইটি ইলেকট্রিক দোকানে দুর্ধর্ষ চুরি, বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে ট্রেনে পুলিশকে মারধর টিটিইর সাথে অসদাচরণের ঘটনায় দুইজন গ্রেপ্তার কুলিয়ারচরে আরডিআরএস বাংলাদেশের নতুন শাখার শুভ উদ্বোধন

পিস্তলসহ ১২ দলের চেয়ারম্যান এহসানুল হুদার ২২ কর্মীকে আটক করেছে সেনাবাহিনী

পিস্তলসহ ১২ দলের চেয়ারম্যান
এহসানুল হুদার ২২ কর্মীকে
আটক করেছে সেনাবাহিনী

# নিজস্ব প্রতিবেদক :-
বিএনপির স্থগিত রাখা কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সম্ভাব্য প্রার্থী ১২ দলীয় জোট ও বাংলাদশে জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার ২২ কর্মীকে আটক করেছে সেনাবাহিনী। উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, ৬ রাউন্ড গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। এ ব্যাপারে বাজিতপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে এহসানুল হুদার একটি সশস্ত্র নির্বাচনী মিছিল বের হয়েছিল। অন্যদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালের মনোনয়নের দাবিতে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন হয়েছিল। মানববন্ধন থেকে কর্মীরা ফেরার পথে এহসানুল হুদার মিছিলের মুখোমুখি হলে বিএনপির কর্মীরা এসহানুল হুদার মিছিলে হামলা করেন। এতে আনোয়ার হোসেনসহ কয়েকজন এহসানুল হুদার কর্মী আহত হন। এর প্রতিবাদে এহসানুল হুদার কর্মীরা শনিবার রাতে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় উপজেলা সদরের নান্দিনা এলাকা থেকে একটি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ গোলাম সারোয়ার ভূবন, অন্তর ও মিজানসহ ২২ জনকে সেনা সদস্যরা আটক করেছেন বলে জানা গেছে। তাদেরকে বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে ফোন করলে এহসানুল হুদা জানান, তাঁর মিছিলে বিএনপির মিছিল থেকে গুলি করা হয়েছে। রামদা নিয়ে হামলা করা হয়েছে। বেশ কিছু পিকআপ ও মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। মোবাইল ফোন কেড়ে নেওয়া হযেছে। তিনি নিজেও আক্রান্ত হয়েছেন। তাঁর কর্মী আনোয়ার হোসেনসহ কয়েকজন গুলিবিব্ধ হয়েছেন। তবে লাঠিসোটা নিয়ে মিছিলের কথা স্বীকার করে এহসানুল হুদা বলেন, আমাদের নিরাপত্তার জন্য লাঠিসোটা নিয়ে মিছিল করতে হয়েছে। বিষয়টি তারেক রহমানকেও জানানো হয়েছে। তবে মিছিলে কোন আগ্নেয়াস্ত্র ছিল না। যারা আটক হয়েছে, সবাই আমার কর্মী কিনা, তাদেরকে চিনিও না। সাবোটাজও হতে পারে। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি ড্রেন থেকে উদ্ধার করা হয়েছে বলে এহসানুল হুদা দাবি করেন।
বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরজ্জামান মনির তাদের পক্ষ থেকে এহসানুল হুদার মিছিলে হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এসহানুল হুদা বিএনপির কাছ থেকে মনোনয়ন দাবি করলেও তিনি অস্ত্র ও লাঠিসোটাসহ মিছিল করেন আওয়ামী লীগের লোকজন নিয়ে। তিনি বলেন, যারা আটক হয়েছে, এর বাইরেও অনেক সন্ত্রাসী রয়ে গেছে।
বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন জানিয়েছেন, আটকদের বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। বাদী হচ্ছেন থানার এসআই উজ্জ্বল হোসেন মল্লিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *