# মো. নাঈমুজ্জামান নাঈম :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান ছোটন এফিডেভিটের মাধ্যমে তার দলীয় পদসহ আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
আজ ২৩ নভেম্বর রোববার দুপুরে উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে সাংবাদিকদের উপস্থিতিতে নোটারি পাবলিকের মাধ্যমে দাখিল করা এফিডেভিটের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
মাহবুবুর রহমান জানান, ২০ নভেম্বর বুধবার নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট দাখিল করে তিনি দলত্যাগের ঘোষণা দেন। দীর্ঘদিন আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত থাকা ছোটন ২০১৪ সালে ছয়সূতী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হন।
এফিডেভিট সূত্রে জানা যায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ব্যক্তিগত মতাদর্শ ও রাজনৈতিক অবস্থান বিবেচনায় তিনি দলীয় সাংগঠনিক পদসহ আওয়ামী লীগের সকল ধরনের কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে আওয়ামী লীগের কোনো সাংগঠনিক কার্যক্রম, সিদ্ধান্ত বা রাজনৈতিক পদক্ষেপের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং ভবিষ্যতেও আওয়ামী লীগের পরিচয়ে তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন না।
মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, বিগত সময়ে আওয়ামী লীগের ক্ষমতাকালীনও আমাকে পারিবারিক ও বিভিন্ন ঘটনায় প্রায় ২০-২৫টি মামলা মোকাবিলা করতে হয়েছে। এসব মামলার ব্যাপারে দল থেকে কোনো ধরনের সাহায্য বা সহযোগিতা পাইনি।
তাঁর এই সিদ্ধান্তকে কেন্দ্র করে কুলিয়ারচরের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা এবং সমালোচনা চলছে।
তবে তিনি ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হবেন কি না—তা এখনো জানা যায়নি।