# মো. নাঈমুজ্জামান নাঈম :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে ছয় দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। ২১ নভেম্বর শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প ও স্থানীয় সরকার বিভাগের আওতায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার।
গ্রাম আদালত ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে আয়োজিত এই প্রশিক্ষণে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। ছয় দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যপ্রণালি, বিরোধ নিষ্পত্তি, আইনগত কাঠামো, ন্যায়বিচার নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তৃত ধারণা প্রদান করা হয়।
প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন।
সেশন পরিচালনাকারীরা গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করার প্রয়োজনীয় দিকনির্দেশনা ও বাস্তবধর্মী কর্মপদ্ধতি তুলে ধরেন।
সার্বিক সহযোগিতা করেন, উপজেলা সমন্বয়কারী গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (তৃতীয় পর্যায়) মো. হামিদুল ইসলাম।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাম আদালত হলো তৃণমূল পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এ প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সদস্যরা তাদের দায়িত্ব আরও দক্ষতা ও পেশাদারিত্বের সাথে পালন করতে সক্ষম হবেন। তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত প্রতিনিধিরা বিরোধ নিষ্পত্তিতে দ্রুত, সাশ্রয়ী ও জনগণবান্ধব সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এমন উদ্যোগ অব্যাহত রাখার জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয় জনগণের সেবায় প্রশাসনের এমন কার্যকর উদ্যোগ ভবিষ্যতে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।