# মোস্তফা কামাল :-
শুক্রবারের ভূমিকম্পে বাসার দেওয়াল চাপা পড়ে পাকুন্দিয়ার দেলোয়ার হোসেন উজ্জ্বল (৩৮) নামে এক ব্যক্তি ও তাঁর ছেলে ওমর (১০) মারা গেছে। উজ্জ্বলের দুই মেয়ে উষা (১৭) ও তবুফা (১৪) আহত অবস্থায় নরসিংদীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। এরা পাকুন্দিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।
দেলোয়ার হোসেন উজ্জ্বলের প্রতিবেশি কলেজ শিক্ষক তারিকুল হাসান শাহীন জানিয়েছেন, উজ্জ্বল নরসিংদীতে জুট কর্পোরেশনে চাকরির সুবাদে সেখানেই সপবিারে থাকতেন। উজ্জ্বলের বাবা নেই। বাড়িতে মা ও দাদি আছেন। ওমর মাদ্রাসায় হাফিজি পড়তো। উষা এবার এসএসসি পাস করেছে। আর তবুফা নবম শ্রেণিতে পড়ে।
শাহীন জানান, দেওয়াল চাপা পড়ার পর বাবা-ছেলেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওমর দুপুরে মারা যায়। উজ্জ্বলকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সন্ধ্যা ৭টার দিকে তিনিও চলে গেলেন। উজ্জ্বলের বাড়িতে এখন কেবলই আহাজারি চলছে বলে জানিয়েছেন তারিকুল হাসান শাহীন।
পাকুন্দিয়ার ইউএনও মো. বিল্লাল হোসেনও এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
দেলোয়ার হোসেন উজ্জ্বল প্রায় ১০ বছর ধরে নরসিংদীতে চাকরি করছিলেন। এতদিন একা একাই থাকতেন। কখনও মেসে, কখনও হোটেলে খেতেন। স্ত্রী-সন্তান থাকতো গ্রামের বাড়িতে। তাদের জন্য থাকতো বাড়তি চিন্তা। সন্তানদের লেখাপড়ার নিবিড় তদারকিও করতে পারছিলেন না। ফলে নিজের প্রাত্যহিক জীবনের কষ্ট আর নিঃসঙ্গতা, অন্যদিকে স্ত্রী-সন্তানদের নিয়ে উদ্বেগ ঘোচাতে চার বছর আগে একটা বাসা ভাড়া নিয়ে তাদেরকে নরসিংদীতে নিজের কাছে নিয়ে যান।
ভালই কাটছিল তাদের জীবন। প্রতিদিন সকালে অফিসে গিয়ে কাজকর্ম করে বিকালে ফিরে আসতেন পরিবারের কাছে। ছেলে ওমরকে ভর্তি করেছিলেন স্থানীয় একটি মাদ্রাসায়। সে হাফিজি পড়তো। বড় মেয়ে উষা (১৭) এবার এসএসসি পাস করেছে। দ্বিতীয় মেয়ে তবুফা (১৪) নবম শ্রেণিতে পাড়ে। বাসায় তাদের পড়াশোনার পরিচর্যা করতেন বাবা।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। ফলে অফিসের প্রতিদিনকার একঘেয়ে বাঁধাধরা কাজের চাপ ছিল না। স্ত্রী-সন্তানদের নিয়ে সময় কাটাবেন বাসায়। কিন্তু দেশের ইতিহাসের ভয়াবহতম ভূমিকম্প সব শেষ করে দিল। ভূমিকম্পের কেন্দ্র নরসিংদীতে হওয়ার কারণে এর বড় আঘাতটিও সেখানেই ঘটে গেল। বাসাবাড়ি সব যেন অনেকটা দোলনার মত দুলছিল। পরিবার নিয়ে উজ্জ্বল বাসা থেকে বেরিয়ে নিরাপদ কোথাও যেতে চেয়েছিলেন। আর যেতে পারলেন না। দেওয়াল ধ্বসে পড়ে উজ্জ্বল, দুই মেয়ে ও ছেলের ওপর। মেয়ে দু’টিকে নরসিংদীর জেনারেল হাসপাতালে ভর্তি করলেও বাবা আর ছেলের অবস্থা এতটাই নাজুক ছিল, তাদেরকে পাঠানো হলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে দুপুরের দিকে ছেলে ওমর মারা যায়। তখনও প্রাণ স্পন্দন পাওয়া যাচ্ছিল উজ্জ্বলের। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা করা হলো। তবে ডাক্তারদের ভাষ্য মতেই আশা ছিল খুব ক্ষীণ। আইসিইউর সামনে সারাক্ষণ উদ্বেগের সাথে অপেক্ষা করছিলেন চাচাত ভাই জাকির হোসেন। আর জীবিত বাড়ি ফিরিয়ে নেওয়া সম্ভব হলো না উজ্জ্বলকে। সন্ধ্যা ৭টার দিকে আইসিইউ থেকে একজন চিকিৎসক বের হয়ে জানালেন, উজ্জ্বল আর নেই। মুহুর্তেই যেন সব শেষ হয়ে গেল।
উজ্জ্বলের রোজগারে নিজের সংসার চলতো। বাড়িতে বৃদ্ধা মাকেও তিনি দেখতেন। উজ্জ্বলের আরেক ভাই আনোয়ার হোসেনও ভৈরবে ঢাকা ব্যাংকে চাকরির সুবাদে সেখানেই পরিবার নিয়ে বাস করেন। তিনিও মাঝে মাঝে বাড়িতে এসে মায়ের খোঁজ নিতেন। উজ্জ্বলের দুই মেয়ে এখনও হাসপাতালে। স্ত্রী তো পাগল প্রায়। তারা এই শোকের বোঝা কিভাবে বয়ে বেড়াবে! তাদের জীবনটাই কিভাবে কাটবে, এটাও একটা দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাদের সামনে অপেক্ষা করছে এক দুর্বিসহ কঠিন জীবনের বাস্তবতা।
গতকাল শুক্রবার রাতে দেলোয়ার হোসেন উজ্জ্বলের কর্মস্থল নরসিংদীতে বাবা-ছেলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় নিজ গ্রাম পাকুন্দিয়া পৌরসভার উত্তরপাড়া এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাদের দাফন করা হয়েছে।