• শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ভৈরবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এবং দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন স্ত্রী কুপিয়েছেন ষষ্ঠ স্বামীকে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন, সাইভার আক্রমণ বেশি হচ্ছে নারীদের বিরুদ্ধে নিকলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি আলোচনা নারীর বুকে অভিনব কায়দায় রাখা ছিল ৫ হাজার পিস ইয়াবা, দুই মাসে আটক ১৮ নারী মাদক কারবারি টিনের চালা কেটে দুইটি ইলেকট্রিক দোকানে দুর্ধর্ষ চুরি, বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে ট্রেনে পুলিশকে মারধর টিটিইর সাথে অসদাচরণের ঘটনায় দুইজন গ্রেপ্তার কুলিয়ারচরে আরডিআরএস বাংলাদেশের নতুন শাখার শুভ উদ্বোধন

যুবদল নেতার নেতৃত্বে একটি নিরিহ পরিবারের ওপর হামলা বাড়ি ভাংচুর ও মালামাল লুট

যুবদল নেতার নেতৃত্বে একটি
নিরিহ পরিবারের ওপর হামলা
বাড়ি ভাংচুর ও মালামাল লুট

# নিজস্ব প্রতিবেদক :-
বাড়ি ও জমি দখলের জন্য কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি নিরিহ পরিবারের ওপর হামলা, ভাংচুর, লুটপাট, বাড়ি দখল ও জমির ধান কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। বাড়ির লোকদের অবরুদ্ধ করার জন্য সীমানায় বাঁশের বেড়াও দিয়েছে। এসব ঘটনায় নেতৃত্ব দিয়েছেন জাঙ্গালিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. হারুন। এ ঘটনায় ১৭ নভেম্বর সোমবার পাকুন্দিয়া থানায় লিখিত এজাহার দিয়েছেন বাড়ির মালিক একই ইউনিয়নের চরকাওনা বেলতলী গ্রামের প্রয়াত কাশেম মিয়ার বিধবা স্ত্রী সাবিনা ইয়াসমিন।
এজাহার সূত্রে ও সাবিনা ইয়াসমিনের সাথে বলে জানা যায়, তাঁর স্বামী দেড় বছর আগে এক মেয়ে ও এক ছেলে রেখে মারা গেছেন। এখানে চরকাওনা মৌজায় তাঁর বাড়ি ও জমিসহ ৭৩ শতাংশ জায়গা আছে। স্বামীর মৃত্যুর পর থেকেই একই গ্রামের যুবদল নেতা হারুন, বাদল মিয়া, বকুল মিয়া, বুকুল মিয়ার দুই ছেলে কালাম মিয়া ও আকরাম হোসেনসহ কিছু ব্যক্তি এসব জায়গা দখল করার পায়তারা করতে থাকেন।
গত শুক্রবার দুপুরে প্রতিপক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে হামলা চালায়। বাড়ির সীমানার বেড়া, বসত ঘরের টিনের বেড়া, দরজা-জানালায় কুপিয়েছে, ভাংচুর করেছে। এসময় সাবিনা ইয়াসমিনকে মারতে গেলে তিনি প্রাণভয়ে বাড়ি ছেড়ে চলে যান। হামলাকারিা আলমারির ড্রয়ারে রাখা ৫ ভরি স্বর্ণালংকার, নতুন ঘর নির্মাণের জন্য রাখা ৬ লক্ষ টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। দুটি জমির কিছু আমন ধানও কেটে নিয়ে গেছে। এমনকি তারা সাবিনাদের জয়গার ওপর জোরপূর্বক একটি ঘর নির্মাণ করেছে। বাড়ির সীমানায় বাঁশের বেড়া দিয়েছে, যেন সাবিনার পরিবারের কেউ বাড়ি থেকে বের হতে না পারেন। এসময় ‘৯৯৯’ নম্বরে ফোন দিলে পুলিশ গিয়ে হামলাকারীদের সরিয়ে দিয়ে বাঁশের বেড়া খানিকরা উন্মুক্ত করে দেয়।
এ ঘটনায় সাবিনা ইয়াসমিন বাদী হয়ে গত সোমবার পাকুন্দিয়া থানায় এজাহার দিয়েছেন। তাতে যুবদল নেতা মো. হারুন ছাড়াও স্বপন মিয়া, বকুল মিয়া, বকুল মিয়ার দুই ছেলে মো. কালাম ও আকরাম হোসেনসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি দিয়েছেন ৫ থেকে ৭ জনকে।
ঘটনাস্থলে গিয়ে কথা হয় সাবিনা ইয়াসমিন, তাঁর শাশুড়ি রেজিয়া খাতুন ও দেবর কফিল উদ্দিনসহ পরিবারের অন্যদের সাথে। তারা জানান, প্রতিবেশি বকুল মিয়াদের জায়গা ১৯৭৯ সালে তারা দলিলমূলে কিনেছেন। বাড়ি খারিজ করে খাজনাও পরিশোধ করছেন। তাদের নামে আরএস রেকর্ডও হয়েছে। কিন্তু কিছুদিন ধরে বকুল মিয়ার পরিবার এসব জায়গার মালিকানা দাবি করে দখলের পায়তারা করছিলেন। কিছুটা জায়গা দখল করে একটি ঘরও উঠিয়েছেন। গত শুক্রবার দুপুরে যুবদল নেতা হারুনের নেতৃত্বে বকুল মিয়াসহ অন্যরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেন। এসময় পাশের বাড়ির আত্মীয় বিল্লাল মিয়া বাধা দিতে গেলে তাকে মাথা ফাটিয়ে দিয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে আছেন। তারা জানান, হারুন যুবদল করেন বলে এখন দলীয় প্রভাবে এসব করছেন।
আসামি কালাম মিয়া জানান, তারা শুক্রবার নিজেদের জমির ধান কাটতে গিয়েছিলেন। তখন তাদের ওপর সাবিনা ইয়াসমিনদের লোকজন হামলা চালিয়েছে। তখন কালমরাও বাঁচতে গিয়ে পাল্টা হামলা করেছেন। এসময় টিনের বেড়া ভাঙা পড়েছে। তারা নিজেদের জায়গায় টিনের ঘর তৈরি করে নিরাপত্তার জন্য বাঁশের বেড়া দিয়েছেন বলে জানিয়েছেন।
জাঙ্গালিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. হারুন বলেন, সাবিনা ইয়াসমিনদের পরিবার প্রভাবশালী। যে কারণে ৪৬ বছর ধরে জমি দখল করে খাচ্ছে। তারা কেবল জমির আরএস রেকর্ড দেখালেও সিএস রেকর্ড দেখাতে পারেন না। দলিলও দেখাচ্ছেন না। এগুলি নিয়ে অনেক দরবারও হয়েছে। দরবারও তাঁরা মানেন না। কফিল উদ্দিন জানান, তারা জমি কিনেছেন সিএস রেকর্ড হওয়ার অনেক পরে। ফলে সিএস রেকর্ড আগের মালিকের নামেই থাকবে। এখন জমি দখলের অজুহাত হিসেবে সিএস রেকর্ডের কথা বলা হচ্ছে। তাদের দলিলও আছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সাবিনা ইয়াসমিন সোমবার একটি এজাহার দিয়েছেন। অভিযোগটি তদন্ত সাপেক্ষে রেকর্ড করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *