# নিজস্ব প্রতিবেদক :-
হোসেনপুরের গোবিন্দপুরে এক ওষুধ কোম্পানির প্রতিনিধির কলমের ঘায়ে মারাত্মক আহত হয়েছেন এক ওষুধ ব্যবসায়ী। গোবিন্দপুর বাজারের শাহীন ফার্মেসির মালিক শাহীন মিয়ার (৩৫) সাথে বৃহস্পতিবার সন্ধ্যায় পাওনা টাকা নিয়ে তর্কাতর্কি হয় এ্যালকো ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি মো. হযরত আলীর। তর্কের এক পর্যায়ে হযরত আলীর হাতে থাকা কলম দিয়ে শাহীনের চোখে আঘাত করেন। অল্পের জন্য চোখটি বেঁচে যায়। কলমের ঘা চোখের ওপরের দিকে লেগে রক্তাক্ত জখম হয়। ক্ষত জায়গায় চারটি সেলাই দিতে হয়েছে বলে জানিয়েছেন শাহীন। ঘটনার সময় এলাকাবাসী হযরত আলীকে আটক করে কিছু মারধর করেছেন।
এ ব্যাপারে হযরত আলী জানান, শাহীন তাঁর কাছে কিছুদিন আগে একটি ওষুধ কিনে ন্যায্য মূল্য পরিশোধ করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার হযরত আলী গোবিন্দপুর বাজারে গেলে তাঁর কাছ থেকে শাহীন কিছু টাকা ফেরত চান। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে হযরত আলীকে শাহীন নাকে আঘাত করার সময় হযরত আলীর হাতে থাকা কলম শাহীনের কপালে লাগে। এসময় স্থানীয়রা হযরত আলীকে প্রচ- মারধর করেন। এরপর স্থানীয় ব্যবসায়ীরা শাহীনের চিকিৎসার জন্য হযরত আলীর ওপর ৫ হাজার টাকা জরিমানা ধার্য করেছেন। জরিমানার টাকা হযরত আলী পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়ে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন।