• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ছাত্রলীগ নেতার হত্যাকারী মিজানের জবানবন্দী পেনশন স্কিমে ধীর গতি হেল্প ডেস্ক উদ্বোধন বাজিতপুরে কৃষিবিদ ইসরাফিল জাহান এর বিদায় সংবর্ধনা যে সমস্ত কাজ করলে আল্লাহর গযব বা অভিশাপ নেমে আসে (৪র্থ পর্ব) ; সংকলনে : ডা. এ.বি সিদ্দিক বৈশাখের নতুন ধানে ভরপুর ভৈরবের মোকাম ক্রেতা কম থাকায় দুশ্চিতায় বিক্রেতারা ভৈরবে নৌ পুলিশের অভিযানের পরেও চলছে নদী থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ঝুঁকিতে সেতু ও ফসলি জমি কিশোরগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস তৃষ্ণার্তদের মাঝে অ্যাপেক্স ক্লাবের বোতলজাত পানি ছাত্রলীগ নেতা মুখলেছের মরদেহ লুঙ্গি-ছোরা উদ্ধার ছাত্রলীগ নেতার হত্যাকারী মিজানের জবানবন্দী

পরস্পরের গলা কাটলো স্বামী-স্ত্রী

পরস্পরের গলা
কাটলো স্বামী-স্ত্রী

# নিজস্ব প্রতিবেদক :-
স্বামী-স্ত্রী তুমুল ঝগড়া। এক পর্যায়ে একে অন্যের গলায় ছুরি চালিয়ে দুজনই হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সদর উপজেলার বৌলাই ইউনিয়নের দক্ষিণ ভরাটি গ্রামে আজ বৃহস্পতিবার ভোরে ঘটেছে এমন ঘটনা। তবে স্বামী মোস্তাকিমের (২২) মানসিক ভারসাম্যের সমসস্যা রয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মোহাম্মদ দাউদ।
জানা গেছে, জালাল উদ্দিনের ছেলে মোস্তাকিমের সঙ্গে মাস ছয়েক আগে বিয়ে হয় পার্শ্ববর্তী পাটধা গ্রামের জিল্লুর রহমানের মেয়ে সোনিয়ার (১৯)। আগে থেকেই মোস্তাকিমের মানসিক সমস্যা ছিল বলে জানিয়েছেন বৌলাই ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন। আজ ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে দুজন দুজনের গলায় ছুরি চালিয়ে দিয়ে মারাত্মক আহত হন। সকালে স্বজনরা তাদের জেলা সদরের জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দুজনকেই আশঙ্কজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. মাকসুদুর রহমান জানিয়েছেন, রোগিদের আনার পর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। এখানে অস্ত্রোপচার করার উদ্যোগ নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারতো। সেই কারণে অর্থোপেডিক চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসেন কোনরকমে রক্তক্ষরণ বন্ধ করে তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
এদিকে ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন জানিয়েছেন, সর্বশেষ খবর অনুযায়ী আজ বিকাল সাড়ে ৫টা পর্যন্ত তাদের চিকিৎসা চলছে। তবে আশঙ্কা কাটেনি। সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানিয়েছেন, মোস্তকিমের যেহেতু মানসিক ভারসাম্যের সমস্যা আছে, ফলে এ ব্যাপারে মামলা হওয়ার সম্ভাবনা কম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *