• শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ভৈরবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এবং দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন স্ত্রী কুপিয়েছেন ষষ্ঠ স্বামীকে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন, সাইভার আক্রমণ বেশি হচ্ছে নারীদের বিরুদ্ধে নিকলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি আলোচনা নারীর বুকে অভিনব কায়দায় রাখা ছিল ৫ হাজার পিস ইয়াবা, দুই মাসে আটক ১৮ নারী মাদক কারবারি টিনের চালা কেটে দুইটি ইলেকট্রিক দোকানে দুর্ধর্ষ চুরি, বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে ট্রেনে পুলিশকে মারধর টিটিইর সাথে অসদাচরণের ঘটনায় দুইজন গ্রেপ্তার কুলিয়ারচরে আরডিআরএস বাংলাদেশের নতুন শাখার শুভ উদ্বোধন

বীর নিবাসে থাকা হলো না বীর প্রতীক নূরু পাঠানের

এই বীর নিবাসটি সরকার থেকে পেয়েছিলেন নূরুল ইসলাম খান পাঠান বীর প্রতীক। -পূর্বকণ্ঠ

বীর নিবাসে থাকা হলো না
বীর প্রতীক নূরু পাঠানের

# মোস্তফা কামাল :-
সরকার একটি দৃষ্টিনন্দন ‘বীর নিবাস’ তৈরি করে দিয়েছিল কিশোরগঞ্জের দুঃসাহসী মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম খান পাঠান বীর প্রতীকের জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ ফেব্রুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ২২টি জেলায় ৫ হাজার বীর নিবাস হস্তান্তর করেছিলেন। সেদিন কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকায় নূরু পাঠানের জন্য নির্মাণ করা বীর নিবাসটিও হস্তান্তর করা হয়েছিল। কিন্তু সেটিতে আর তার এক মুহুর্তের জন্যও থাকা হলো না। এর আগেই তিনি সহযোদ্ধাদের কাঁদিয়ে চলে গেলেন চিরদিনের জন্য।
বীর নিবাসটি হস্তান্তরের সময় তিনি বিভিন্ন জটিল রোগে অসুস্থ অবস্থায় অন্য একটি বাসায় ভাড়া থাকতেন। অবস্থার অবনতি হলে ভাড়া বাসা থেকেই তাঁকে সম্প্রতি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তিনি ৪ এপ্রিল মঙ্গলবার রাত ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ জনিয়েছেন, নূরুল ইসলাম খান পাঠানের মরদেহ খুলনায় শ্বশুর বাড়িতে নেয়া হবে। সেখানে ৬ এপ্রিল বৃহস্পতিবার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। ৭ এপ্রিল বাদ জুমা কিশোরগঞ্জ শহরের শহীদি মসজিদে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শহরের হয়বতনগর গোরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক এমএ আফজল, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি ভূপেন্দ্র ভৌমিক দোলন, সাধারণ সম্পাদক গাজী এনায়েতুর রহমান, সিপিবি সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অশোক সরকার, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান রবিন প্রমুখ শোক জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *