# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরবে ওয়ারিশ সনদ জালিয়াতি ও দলিলের দাগ টেম্পারিং করার অভিযোগে আব্দুর রশিদসহ আরো ১ জনকে আটক করেছে কিশোরগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট। ৪ এপ্রিল মঙ্গলবার কিশোরগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আদালতে তাইয়্যেবা আলম এর করা জালিয়াতি মামলার হাজিরা দিতে গেলে তাদের আটক করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বিচারক।
আব্দুর রশিদ পৌর শহরের চণ্ডিবের উত্তরপাড়ার এলাকার মৃত আব্দুর গফুরের ছেলে।
জানা যায়, পৌর শহরের চণ্ডিবের খাঁ বাড়ির মৃত হাজী জহির উদ্দিন খান তিন পুত্র, পাঁচ কন্যা ও স্ত্রী রেখে মারা যায়। তখন জহির উদ্দিন খান এর রেখে যাওয়া সম্পত্তি চণ্ডিবের মৌজার দাগ নং ৩১৫৭, ৩১৫৮ ও ৩১৬৮, বিএস-৬৫৩৫ এবং আরএস ৯০৪ দাগের মোট ১২৫ শতাংশ ওয়ারিশ সূত্রে তিন পুত্র, পাঁচ কন্যা ও স্ত্রী মালিক হন। তাদের ওয়ারিশ অংশের মধ্যে ৭৮ শতাংশ ভূমি মৃত হাজী জহির উদ্দিন খান এর তিন ছেলে উমর ফারুক, আমির হামজা ও মাসুদ ইবনে খানের নিকট থেকে ক্রয় করেন আব্দুর রশিদ গং। এরই মধ্যে ৩১৫৭ দাগের জমি দলিল টেম্পারিং ও ৩১৬৮ দাগের জমি পাঁচ কন্যার ওয়ারিশ গোপন করে তাদের অংশের ৪৭ শতাংশ জমি আব্দুর রশিদ গং লিখে নিয়ে জবর দখলের চেষ্টা করেন।
পরবর্তীতে মৃত হাজী জহির উদ্দিন খানের কন্যা তাইয়্যেবা আলম বিষয়টি জানতে পারলে তিনি উপজেলা ভূমি অফিসে অভিযোগ করলে বিষয়টি যাচাই-বাচাই করে ওই খারিজটি বাতিল করে ভূমি অফিস।
এছাড়া দলিলের দাগ টেম্পারিং ও ওয়ারিশ জালিয়াতির জন্য তাইয়্যেবা আলম বাদী হয়ে ভূমিদস্যু আব্দুর রশিদ গং নামে কিশোরগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আদালতে মামলা দায়ের করলে কোর্ট তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে উচ্চ আদালত থেকে তারা ৪ সপ্তাহে জামিন আনে। উচ্চ আদালতের জামিনের সময় শেষ হলে তারা ৪ এপ্রিল কিশোরগঞ্জ কোর্টে হাজিরা দিয়ে পুনরায় জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এ বিষয়ে মামলার বাদী তাইয়্যেবা আলম জানান, তাদের সাথে আমার ব্যক্তিগত কোন শত্রুতা নেই। আমরা একই এলাকার মানুষ ও একই সাথে থাকতে হবে। কিন্তু তারা যে কাজগুলো করেছে তা সঠিক করেন নাই। যার কারণে আমি সঠিক বিচারের আশায় ও জায়গা ফেরতের জন্য কোর্টে মামলা দায়ের করেছি।
এছাড়া তাদের বিষয়ে আরও জানা যায়, চণ্ডিবের এলাকার মোকারম মোল্লার নামে আরেক ব্যক্তির জায়গা আব্দুর রশিদ গংরা জবর দখলের চেষ্টা করে। এ বিষয়ে ভূক্তভোগী মোকারম মোল্লা অভিযোগ করে বলেন, আব্দুর রশিদ গংরা ১৪৪/৪৫ ধারা ভঙ্গ করে সন্ত্রাসীবাহিনী নিয়ে রাষ্ট্রীয় আইন না মেনে প্রায় সময় জবর দখল করার চেষ্টা করে। পরে আমি রশিদ গংদের বিরুদ্ধে বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
ওই ভুক্তভোগী আরও অভিযোগ করে বলেন, ১০ বছর আগে চণ্ডিবের মৌজার আরএস-৩১৭২ দাগের একটি জায়গা ক্রয় করেন। ওই জমির মালিক জাবেদা খাতুন ও সুকু বেগম। জাবেদা খাতুন মারা গেলে তার দুই ছেলে রশওন খান ও জসিম খান তাদের প্রাপ্ত জমির পরিমাণ হিসেবে তারা এই জমির মালিক হন। পরে আমি জাবেদা খাতুনের দুই ছেলের কাছ থেকে ১৫.৮০ শতাংশ জমি ক্রয় করি।
কিন্তু ভুলবশতঃ তাদের যে অংশ তাসহ বাকি আরো অংশ তাদের আরএস রেকর্ডের মালিকগণদের চাচাতো ভাই বিল্লাল মিয়া গংদের নামে বিএস রেকর্ডভুক্ত হয়। আর এই বিএস রেকর্ডে বিল্লাল মিয়া গংদের নাম থাকায় তাদের টাকার লোভ দেখিয়ে আমার ক্রয় করা অংশসহ মোট ২৫ শতাংশ জমি দলিল করে নেয় আব্দুর রশিদ গং। পরে আমি ওই বিএস সংশোধনের জন্য কোর্টে মামলা করলে রায় পাই এবং সবকিছু সঠিক করে নিয়ে এসে খারিজও করি।
কিন্তু ভূমিদস্যু আব্দুর রশিদ গংরা আমার ক্রয়কৃত জমি জালিয়াতি করে দখল করতে চাই। পরে আমি দ্রুত বিচার ট্রাইব্যুনাল কোর্টে মামলা করলে কোর্ট পিবিআই’কে তদন্তের জন্য অনুমতি দেই। পিবিআই মামলার সত্যতা পেয়ে কোর্টে তদন্ত রিপোর্ট জমা দিলে তাদের বিরুদ্ধে সমন জারি হয়। আমাকে তারা যেভাবে হয়রানি করেছে এর জন্য আমি ভূমিদস্যু আব্দুর রশিদ গংদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করছি।