# নিজস্ব প্রতিবেদক :-
বর্তমান সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাসদ (মার্ক্সবাদী) মিছিল, মানববন্ধন ও রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছে। সংগঠনের জেলা কমিটির সমন্বয়ক মো. আলাল মিয়ার নেতৃত্বে ৫ এপ্রিল বুধবার দুপুরে দলের নেতাকর্মীরা মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে মানববন্ধন করেছেন। সেখানে আলাল মিয়া ছাড়াও দলের জেলা কমিটির সদস্য জমির উদ্দিন, শ্রমিক নেতা এবায়দুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবরে উপরোক্ত দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।