# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে চাচা ভাতিজার জমি নিয়ে দ্বন্দ্বে রাজনৈতিকভাবে হেয় করায় সংবাদ সম্মেলন করেছেন ভৈরব উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আরমান উল্লাহ। ৪ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় ভৈরব বাজার আওয়ামী লীগ দলীয় যুবলীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তাঁর আপন বড়ভাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেফাত উল্লাহ পরিবারের সাথে দ্বন্দ্বের বিষয়ে আলোচনা করেন। শেফাত উল্লাহ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তাঁর ছেলে আমান উল্লাহ পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড সভাপতি। আমান উল্লাহ কিছু দিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে তাঁর চাচা আরমান উল্লাহর বিরুদ্ধে নানান অভিযোগসহ বাজে মন্তব্য করে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে আরমান উল্লাহ বলেন, আমি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপন ভাইয়ের একজন কর্মী, দীর্ঘদিন পরিশ্রম করে ভৈরব উপজেলার ৭ ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড কমিটি গঠন করেছি। প্রায় ২০-২১ বছর যাবত আমি ভৈরব উপজেলা যুবলীগের রাজনীতির সাথে জড়িত। আমি অত্যান্ত নিষ্ঠা ও সততার সাথে যুবলীগের রাজনীতি করে যাচ্ছি। আজকের দিন পর্যন্ত আমার দ্বারা যুবলীগ বা দলের ভাবমূর্তি নষ্ট হবে এমন কোন কর্মকাণ্ড করিনি। আমার প্রাণের সংগঠন যুবলীগকে নিয়ে একটি কুচক্রিমহল আমাকে ও যুবলীগকে হেয় করার জন্য ফেসবুকের মাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও মানহানিকর প্রচারণা চালাচ্ছে। কোন কারণ ছাড়াই পরিকল্পিত ভাবে আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় করার জন্য ধারাবাহিক ভাবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। আমি একজন মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সন্তান ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমি কে এবং কেমন আপনারা মিডিয়ার কর্মীরা ভালো জানেন। আপনাদের মাধ্যমে আলহাজ্ব নাজমুল হাসান পাপন ভাই ও ভৈরবের রাজনৈতিক নেতাকর্মীদের কাছে আমার মানহানি ও অপপ্রচারের বিরুদ্ধে বিচার ও প্রতিকার চাই। সর্বশেষ বলতে চাই বর্তমান ভৈরব যুবলীগ নাজমুল হাসান পাপন ভাইয়ের হাতে গড়া যুবলীগ, কোন ষড়যন্ত্রকারী কুচক্রিমহল ভৈরব উপজেলা যুবলীগের সুনাম ও গ্রহণযোগ্য নষ্ট করতে পারবে না ।
এ সময় তিঁনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, আমান উল্লাহ নামে ফেসবুক আইডি থেকে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। সম্পর্কে আমান উল্লাহ ভাতিজা হন। এ সময় তিঁনি বলেন, আমাদের চাচা ভাতিজার কোন সমস্যা থাকলে তা পারিবারিকভাবে সমাধান করা হবে। কিন্তু ফেসবুকে আমাকে নিয়ে মিথ্যা, বানোয়াট অপপ্রচার চালানো হচ্ছে। আমাকে রাজনৈতিকভাবে হেয় করে স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপন ভাইয়ের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক অরুণ আল আজাদ, পৌর যুবলীগ সভাপতি ইমরান হোসেন ইমনসহ যুবলীগ নেতৃবৃন্দ ও প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ বিষয়ে পৌর যুবলীগ সভাপতি ইমরান হোসেন ইমন বলেন, আমান উল্লাহ পৌর ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। তাদের চাচা ভাতিজার দ্বন্দ্বে সে যুবলীগকে কোন হেয়প্রতিপন্ন করতে পারে না। তাকে যুবলীগের পক্ষ থেকে নোটিশ পাঠানো হবে। কেন সে এরকম আচরণ করছে।
এ বিষয়ে অভিযুক্ত আমান উল্লাহ বলেন, জমি নিয়ে আমার সাথে আমার চাচার দ্বন্দ্ব রয়েছে। তবে তিঁনি আমাকে অস্ত্রের ভয় দেখিয়ে হুমকি ধামকি দিচ্ছে। এমনকি আমার নামে চাঁদা ও দাঙ্গাবাজ বানিয়ে ভৈরব থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন। তিঁনি তার পরিচয় নামের থেকে বেশী যুবলীগই ব্যবহার করেন। তাই আমি যুবলীগের নাম ফেসবুক স্ট্যাটাসে ব্যবহার করেছি।
এ বিষয়ে তার বড় ভাই উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শেফাত উল্লাহ বলেন, পারিবারিক বিষয় নিয়ে আরমান সংবাদের সম্মেলন ঠিক হয়নি। তাকে অনেকবার পারিবারিকভাবে মীমাংসার জন্য বলা হচ্ছে। কিন্তু সে কারো কথাই আমলে নিচ্ছে না। অতিদ্রুত পাল্টা সংবাদ সম্মেলন করে তার কুকীর্তি সংবাদ মাধ্যমে উপস্থাপন করা হবে।