• রবিবার, ১৯ মে ২০২৪, ১০:৪২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান

ভৈরবে জাতীয়তাবাদী যুবদলের ৪ নেতাকে দল থেকে বহিস্কার

# মিলাদ হোসেন অপু :-
জাতীয়তাবাদী যুবদল কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকসহ আরো ৩ জন পদত্যাগকারী নেতাকে সাময়িক বহিস্কার করেছে উপজেলা যুবদল। ৫ এপ্রিল বুধবার এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ভৈরব উপজেলা যুবদল আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল সদস্য সচিব ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, যুগ্ম-আহ্বায়ক খলিলুর রহমান, ইয়াসিন আরাফাত পাপ্পু, সদস্য শাওন আহমেদ, মামুন মিয়া, কামাল মিয়া, ওবায়দুর রহমানসহ নেতৃবৃন্দ।
এ সময় ভৈরব উপজেলা যুবদল সদস্য সচিব আল মামুন বলেন, শিমুলকান্দি ইউনিয়নের ৪ নেতার পদত্যাগ বিএনপি’র ভাবমূর্তী ক্ষুন্ন করেছে। এছাড়াও এই ইউনিয়নের সাবেক সভাপতি শাহ আলম সরকার কিছুদিন পূর্বে আওয়ামী লীগে যোগদানের বিষয়টিও লজ্জাজনক। এ ইউনিয়নের ওয়ার্ড নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে প্রার্থী হওয়ার জন্য তিনি আওয়ামী লীগে যোগদান করেন। যুবদলের চার নেতা পদত্যাগের বিষয়টি নিয়ে একটি কুচক্রীমহল ঘোলাপানিতে মাছ শিকারের মতো লেগে পড়েছে। আওয়ামী লীগের এজেন্ডা হিসেবে তারা কাজ করছে।
ভৈরব উপজেলা যুবদল আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন বলেন, ২০২২ সালের ২২ নভেম্বর ভৈরব বিএনপি’র কার্যালয়ে শিমুলকান্দি ইউনিয়নে যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৬ জনের আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ২ এপ্রিল আংশিক কমিটির সাধারণ সম্পাদকসহ ৪ জন অসৎ উদ্দেশ্যে দলীয় শৃংখলা ভঙ্গ করে ভৈরব উপজেলা যুবদলকে দোষারূপ করে সংগঠন পরিপন্থীভাবে স্ব-ইচ্ছায় নিজ নিজ পদ থেকে পদত্যাগ করে। দলীয় শৃংখলা বজায় রাখার স্বার্থে এবং শিমুলকান্দি ইউনিয়ন যুবদলকে শক্তিশালী ও পুর্নাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে যারা যারা পদত্যাগ করেছে তাদের স্থলাভিসিক্ত হিসাবে অন্যদেরকে দায়িত্ব দেওয়া হবে। এ সময় তিনি সদ্য পদত্যাগকারী সিনিয়র সহ-সভাপতি মো. আহাসানুল হক টিটু, সহ-সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক কাউছার আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম মিয়াকে তাদের সাংগঠনিক বিরোধী কর্মকাণ্ডের জন্য শিমুলকান্দি ইউনিয়ন যুবদল থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে বলে জানান।
উল্লেখ্য, চরম দুর্নীতির মাধ্যমে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের কমিটি গঠনের লিখিত অভিযোগ দিয়ে ৩ এপ্রিল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মিয়া ও সহ-সভাপতি রুহুল আমিন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান ও জাতীয়তাবাদী যুবদল ভৈরব উপজেলা শাখার সদস্য সচিব আল মামুন এর কাছে একটি পদত্যাগ পত্রটি জমা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *