ক্ষণজন্মা এক মহানায়ক
জন্মে ছিলেন ভৈরবে।
স্মরণ করি আমরা তাকে
এখন মহা গৌরবে।
ভাষার তরে লড়েছিলেন
লড়েছিলেন মুক্তিযুদ্ধে।
সারা জীবন লড়ে গেছেন
সকল অন্যায়ের বিরুদ্ধে।
সাদা মনের এমন মানুষ
পাবে না তো আর কেউ খুজে।
সকল ব্যাথ্যা সয়ে গেছেন
সারা জীবন মুখ বুঝে।
ক্ষমতারই মসনদে বসেও
করেননি যিনি কোন লোভ।
ভৈরববাসীর মনে তাইতো
রয়ে গেল চাপা ক্ষোভ।
উন্নয়নের জোয়ারে মোরা
ভাসতে পারিনি হয়ত ঠিক
কিন্তু তোমার জন্যে মোদের
শির হয়েছে উঁচু অধিক।
তুমি মোদের প্রাণের নেতা,
মহান তোমার অবদান।
ভৈরববাসীর মাথার মুকুট
রাষ্ট্রপতি জিল্লুর রহমান।