# নিজস্ব প্রতিবেদক :-
সংস্কৃতি চর্চা বৃদ্ধির আহবান জানিয়ে কিশোরগঞ্জের নাট্য সংগঠন প্রতিধ্বনি থিয়েটারের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উদযাপন শুরু হয়েছে। এর অংশ হিসেবে সংগঠনটি শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা মিলনায়তনে মঞ্চস্থ করে কিশোরগঞ্জের কিংবদন্তিতুল্য আঞ্চলিক নির্ভর গীতি নৃত্যনাট্য ‘বীরাঙ্গনা সখিনা’। এটি বীর ঈশাখাঁর অধঃস্তন বংশের একটি প্রেমের উপাখ্যান।
শুরুতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সংগঠনটির সভাপতি আবু জাবিদ ভূঞা সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি মো. মাজহারুল ইসলাম, বিশেষ অতিথি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুর, নৃত্য প্রশিক্ষক নারায়ণ দেব, কণ্ঠ শিল্পী আবুল হাশেম, নাট্য ব্যক্তিত্ব আব্দুল ওয়াহাব, জিয়াউর রহমান জিয়া প্রমুখ। বিভিন্ন বক্তা বলেন, নানা কারণে বহুদিন ধরেই সংস্কৃতি চর্চা আশঙ্কাজনক হারে কমে গেছে। তাঁরা একটি সুন্দর দেশ ও সুস্থ জাতি গঠনে এ ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চা বৃদ্ধির জন্য শিল্পকলা কর্তৃপক্ষ ও প্রতিধ্বনি থিয়েটারসহ সকল সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন। অনুষ্ঠানে বিশিষ্ট নাট্যাভিনেতা সাইদুল হক শেখরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
আলোচনা শেষে প্রয়াত নাট্য ব্যক্তিত্ব সন্দীপ রায়ের গ্রন্থনায় নাজমূল করিম রুয়েলের নির্দেশনায় মঞ্চস্থ হয় গীতি নৃত্যনাট্য ‘বীরাঙ্গনা সখিনা’। এতে নাম ভূমিকা অভিনয় করেন প্রেমা। এছাড়াও আবু জাবিদ ভূঞা সোহেল, নাজমুল করিম রুয়েল, হারু-আল রশিদ, রাজুসহ সংগঠনের সংগঠনের কর্মীরা বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা গীতিনাট্যটি উপভোগ করেন।