• বুধবার, ০৮ মে ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবের ঐতিহ্যবাহী কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়টি কলেজে উন্নীত হয়েছে ভৈরবে পপি’র কৈশোর কর্মসূচীর উদ্যোগে ভলিবল খেলা ও দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাকুন্দিয়ায় অভিবাসী কর্মীদের একত্রিকরণে সেমিনার বাজিতপুর পৌর যুবদলের নবগঠিত আংশিক কমিটি বাতিলের দাবিতে মিছিল ও প্রতিবাদ সভা আগামীকালের নির্বাচনের লক্ষ্যে পুলিশ সমাবেশ ভৈরব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে মেডি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত দুদিন ধরে বিদ্যুৎ নেই ভৈরবের তিন ইউনিয়নে, ভোগান্তিতে জনজীবন স্কুলের পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটার তালিকায় জালিয়াতি, এলাকায় উত্তেজনা, তদন্ত কমিটি গঠন হোসেনপুরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন কাজী আছমা কুলিয়ারচর স্টেশন থেকে ১৯টি ট্রেনের টিকেটসহ রেলওয়ে খালাসী কর্মী আটক

বালক চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ পৌরসভা বালিকা চ্যাম্পিয়ন করিমগঞ্জ উপজেলা

চ্যাম্পিয়ন হয়ে উল্লসিত বালক ও বালিকা দল -পূর্বকণ্ঠ

বালক চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ
পৌরসভা বালিকা চ্যাম্পিয়ন
করিমগঞ্জ উপজেলা

# নিজস্ব প্রতিবেদক :-

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে শেষ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) ২০২২ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা। বালকদের বিভাগে কটিয়াদী উপজেলাকে ১-০ হারিয়ে শিরোপা জিতেছে কিশোরগঞ্জ পৌরসভা দল। একমাত্র গোলটি করেন আব্দুল্লাহ আসিক। টুর্নামেন্টে ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন তিনি। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন পৌরসভা দলের মো. নাঈম মিয়া। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন কটিয়াদী উপজেলার ইব্রাহিম।
এদিকে বালিকাদের ম্যাচে টানা তৃতীয়বারের মত শিরোপা জিতেছে করিমগঞ্জ উপজেলা দল। ফাইনালে কিশোরগঞ্জ পৌরসভা দলকে ৪-০ গোলে হারিয়েছে তারা। টুর্নামেন্টে ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন করিমগঞ্জ উপজেলা দলের ঝুমা আক্তার। এছাড়া ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন সুচি আক্তার।
ম্যাচশেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমএ আফজল, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা ক্রীড়া অফিসার আল-আমিন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *