# উজ্জ্বল কুমার সরকার :-
স্পোর্টিং ক্লাব উদ্বোধন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও গুনীজন সংবর্ধনা, অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
১ মার্চ শুক্রবার সন্ধ্যায় জামাইল বাজারে অনুষ্ঠানের আয়োজন করে নরসুন্দা স্পোর্টিং ক্লাব।
অনুষ্ঠান উদ্বোধন করেন আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন।
নরসুন্দা স্পোর্টিং ক্লাব ভাইস প্রেসিডেন্ট ডা. বরুণ বর্মণের সভাপতিত্বে ও রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. মঞ্জুরুল হক, আড়াইবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই মৃধা চাঁন মিয়া, ক্রীড়াবিদ আবদুল জব্বার রতন, ওবায়দুর রহমান তামজিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মোখলেছুর রহমান মুখলেছ প্রমুখ।