• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
জবরদস্তি প্রসবে পা ভেঙেছে, দোষ হয়েছে সূর্যগ্রহণের বাজিতপুরে পাওয়ার গ্রিড উপকেন্দ্র চালু না হওয়ায় লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা বেকারদের কর্মসংস্থানের আশ্বাস দিলেন চেয়ারম্যান প্রার্থী মকবুল হোসেন ভৈরবে দুর্বৃত্তের ইটের আঘাতে এক ব্যক্তির মৃত্যু এখন যেন হাওরে শোভা পাচ্ছে ধানের আলপনা মুক্তিযোদ্ধার বাড়িতে তান্ডব কেটেছে শতাধিক গাছ পাকুন্দিয়ায় শরীফ হত্যা মামলায় চেয়ারম্যানসহ আসামি ২৩, গ্রেপ্তার ৪ হোসেনপুরে রাস্তার বেহাল দশায় ভোগান্তিতে হাজারও গ্রামবাসী ভৈরবে শতাধিক বয়স্ক রিকশা ও ভ্যান চালকের মাঝে ওসি সফিকুল ইসলামের খাদ্য সহায়তা প্রদান

হোসেনপুরে জাতীয় শোক দিবস পালিত

হোসেনপুরে জাতীয়
শোক দিবস পালিত

# উজ্জ্বল কুমার সরকার, হোসেনপুর :-

কিশোরগঞ্জের হোসেনপুরে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। রোববার (১৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নবনির্মিত ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) মো. আবুবকর সরকার, হোসেনপুর পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম এ হালিম,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোবারিছ, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা হাকিম তানিম প্রমুখসহ অন্যান্যরা। পরে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি ৮ জন অসহায় পরিবারের মাঝে ১ মাসের খাদ্য সামগ্রী, ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার, এবতেদায়ি শিক্ষক, ইমাম ও মাদ্রাসার শিক্ষকদের ত্রাণ সমাগ্রী করেন। এর আগে ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু পরিবারের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল ওয়াদুদ মুকসুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *