• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে নিরাপদ সড়ক চাই নিসচা ভৈরব শাখার পরিচয় পত্র বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠিত পাকুন্দিয়ায় নির্বাচনে ফলাফল কারচুপির অভিযোগ, ভোট পুনঃগণনার দাবি রেনু’র জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীর আলোচনায় পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি কুলিয়ারচরে জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ স্কুল ছাত্র খুনের আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার ঝড়ে বিভ্রাট লোডশেডিং কমে গেছে অটোরিকশা প্রতিটি ভোট কেন্দ্রই ফাঁকা দেখা গেছে আপডেট নিউজ ; ভৈরবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও বাজারের আধিপত্য নিয়ে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে আহত শতাধিক ভৈরবে জাইকার উদ্যোগে ড্রেন নির্মাণ কুলিয়ারচরে দ্বিতীয় ধাপে বেসিক কম্পিউটার ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় শরীফ হত্যা মামলায় চেয়ারম্যানসহ আসামি ২৩, গ্রেপ্তার ৪

# রাজন সরকার, পাকুন্দিয়া :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৈশাখী মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে শরীফ খান (২৩) নিহতের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত শরীফ উদ্দিন উপজেলার কোষাকান্দা গ্রামের আবুল হোসেনের ছেলে এবং কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের গণিত বিভাগের অনার্স তৃতীয়বর্ষের শিক্ষার্থী।
এ ঘটনায় ২৭ এপ্রিল শনিবার নিহতের পিতা আবুল হোসেন বাদি হয়ে মেলা আয়োজন কমিটির সধারণ সম্পাদক ও নারান্দী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিনকে প্রধান আসামি করে পাকুন্দিয়া থানায় ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামের রিপন চৌকিদারের ছেলে রাজন মিয়া (৩০), মৃত সাইদুল হকের ছেলে সোহেল মিয়া (২৬), আব্দুল আজিজের ছেলে মাহমুদুল হাসান রাজন (২৭), মৃত নুরুল হকের ছেলে দেলোয়ার হোসেন শাহিন (২০)। তাদেরকে ২৭ এপ্রিল শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার পোড়াবাড়িয়া গ্রামে বৈশাখী মেলায় কনসার্টের আয়োজন করে সজিব, সোহেল, শাহিনসহ একদল যুবক। গান চলাকালে ওইদিন দিবাগত রাত ১টার দিকে হঠাৎই অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। এসময় গানের আয়োজক কমিটির সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে কয়েকজন দর্শক। এতে শরীফ খান, আজাদ মিয়া ও লিটন মিয়া নামের তিনজন গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এলাকাবাসী। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে শরীফ খান ও আজাদ মিয়াকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই শরীফ খানের মৃত্যু হয়। আজাদ গুরুত্বর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামান টিটু জানান, এ মামলায় ৪ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *