• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে নিরাপদ সড়ক চাই নিসচা ভৈরব শাখার পরিচয় পত্র বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠিত পাকুন্দিয়ায় নির্বাচনে ফলাফল কারচুপির অভিযোগ, ভোট পুনঃগণনার দাবি রেনু’র জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীর আলোচনায় পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি কুলিয়ারচরে জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ স্কুল ছাত্র খুনের আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার ঝড়ে বিভ্রাট লোডশেডিং কমে গেছে অটোরিকশা প্রতিটি ভোট কেন্দ্রই ফাঁকা দেখা গেছে আপডেট নিউজ ; ভৈরবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও বাজারের আধিপত্য নিয়ে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে আহত শতাধিক ভৈরবে জাইকার উদ্যোগে ড্রেন নির্মাণ কুলিয়ারচরে দ্বিতীয় ধাপে বেসিক কম্পিউটার ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভৈরবে শতাধিক বয়স্ক রিকশা ও ভ্যান চালকের মাঝে ওসি সফিকুল ইসলামের খাদ্য সহায়তা প্রদান

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে শতাধিক বয়স্ক ও বৃদ্ধ রিকশা ও ভ্যান চালকের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম। ২৫ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৫টায় শহরের বঙ্গবন্ধু সরণি এলাকায় এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
চলমান খরতাপে জন জীবন বিপর্যস্ত। খেটে খাওয়া মানুষের জীবন চালাতে হিমসিম খাচ্ছে। এই গরমে কোথাও স্বস্তির বাতাস নেই। সর্বত্র গরম আর গরম, কখনও প্রচণ্ড, আবার কখনও ভ্যাপসা গরম। প্রচণ্ড খরতাপে প্রাণ ওষ্ঠাগত, এই গরমে খেটে খাওয়া বৃদ্ধ মানুষের আয় অনেকটাই কমে যায় যুবকদের তুলনায়।
তাই খেটে খাওয়া বৃদ্ধ মানুষের কথা বিবেচনা করে ওসি মো. সফিকুল ইসলাম উদ্যোগ নিয়ে জন প্রতি ২ কেজি চাল ও এক কেজি করে ডাল বিনা মূল্যে বিতরণ করেন। এ ছাড়াও ২৪ এপ্রিল তিনি ৭শত পথচারীর মধ্যে পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে।
এদিকে খাবার পেয়ে খুশি বয়স্ক রিকশা ও ভ্যান চালকগণ। তারা জানান, হঠাৎ করেই চাল, ডাল সহায়তা পাবো আগে ভাবেনি। বিভিন্ন উপলক্ষ ছাড়া কখনো সহায়তা পায়নি। কিছুদিন যাবত বেশি গরম পড়েছে। ঠিক মত রিকশা ভ্যান চালাতে পারি না। মাথাও চক্কর মারে। খাদ্য পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। পুলিশ জনগণের বন্ধু আজ সাহায্য পেয়ে বুঝতে পেরেছি।
ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, প্রচণ্ড গরমে যখন সারা দেশ পুড়ছে তখন যুবকদের তুলনায় খেটে খাওয়া বৃদ্ধ মানুষ গুলোর আয় কমে গেছে। তাদের কথা বিবেচনা করে পুলিশ সদস্যদের রেশনের একাংশ এই বৃদ্ধ মানুষ গুলোর মাঝে বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও আমরা সামর্থ্যনুযায়ী সমাজের অসহায় মানুষের পাশে দাড়াঁবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *