# মো. আল আমিন টিটু :-
ভৈরবে শ্রীনগরে গ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের বার্ষিক ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। ৩০ ডিসেম্বর মঙ্গলবার স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও সভাপতি একে এম মিজানুর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং সাইপ্রাস প্রবাসী মো. সজীব মিয়ার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর ইউনিয়ন বিএনপি সভাপতি মোশাররফ হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, কিন্ডারগার্টেনের অধ্যক্ষ শারমিন সুলতানা সীমা।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শ্রীনগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. শিপন মিয়া, পুলিশ সদস্য মো. রফিকুল ইসলাম, ইউপি সদস্য মো. সেলিম মিয়া ও সাবেক ইউপি সদস্য মো. খোকন মিয়া।
এছাড়াও কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের প্রতিাষ্ঠাতা সদস্য মো. জাকির হোসেন ও দেলওয়ার হোসেন এবং শিক্ষক-শিক্ষিকাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।