# নিজস্ব প্রতিবেদক :-
মো. বশির আহমেদ (৫৬)। বাড়ি বাজিতপুরের দীঘিরপাড় ইউনিয়নের পাটুলি গ্রামে। প্রগতিশীল চিন্তা বুকে ধারণ করে উচ্ছ্বল প্রাণবন্ত জীবন নিয়ে যুক্ত ছিলেন নাট্য চর্চায়। বাজিতপুরে বাংলাদেশ লেখক শিবিরের সাথে যুক্ত ছিলেন। চাকরি করেন স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে।
প্রয়াত আমির উদ্দিনের ছেলে বশির আহমেদ বেশ কিছুদিন ধরেই বাম পায়ে মরণব্যাধি ক্যন্সারে আক্রান্ত। তাঁর চিকিৎসক অধ্যাপক আব্দুস সবুর জানিয়েছেন, বশির আহমেদ ‘লাইপোসারকোমা’ ক্যান্সারে আক্রান্ত। আগামী শনিবার ঢাকার কলাবাগানের মেডিএইড নামে একটি বেসরকারি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। অস্ত্রোপচারের জন্য আপাতত সাড়ে ৩ লক্ষ টাকা প্রয়োজন হলেও পুরো চিকিৎসায় ব্যয় হবে প্রায় ১০ লক্ষ টাকা। বশির আহমেদের এই ব্যয়বহুল চিকিৎসা করানোর ক্ষমতা নেই। ফলে তিনি সমাজের হৃদয়বান মানুষের সহায়তা প্রত্যাশা করেন। সময়মত চিকিৎসা ব্যয় চালিয়ে যেতে পারলে হয়ত তিনি আরও অনেক দিন পৃথিবীর আলো-বাতাসে বেঁচে থাকতে পারবেন বলে আশায় বুক বেঁধে আছেন। বশির আহমেদের বিকাশ বিকাশ নম্বর ০১৭২০৯৪২৪৯৯। এছাড়া আইএফআইসি ব্যাংকের কিশোরগঞ্জের বাজিতপুর শাখার হিসাব নম্বর ০২১০১৮১২২৪৮১১। সহৃদয় ব্যক্তিরা এসব নম্বরে সহায়তার হাত বাড়াতে পারেন।