# নিজস্ব প্রতিবেদক :-
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৮ মে বৃহস্পতিবার ভোর রাতে থাই এয়ারওয়েজের একটি বিমানে চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছেন। সাথে গেছেন ছোট ছেলে ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার ও আবদুল হামিদের শ্যালক ডা. আনম নৌশাদ খান।
এ ঘটনায় জুলাই আন্দোলনকারী বিভিন্ন সংগঠনসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এ ঘটনায় কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশনের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফকে। সাময়িক বরখাস্ত করা হয়েছে শেখ হাসিনা, শেখ রেহানা ও আবদুল হামিদসহ ১২৪ জনের নামে বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন ধারায় কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজহারুল ইসলামকে। সাময়িক বরখাস্ত করা হয়েছে মো. সোলায়মান নামে একজন এসবি কর্মকর্তাকেও। কেউ কেউ আবদুল হামিদের শ্যালক ডা. কর্ণেল (অব.) জেহাদ খান আবদুল হামিদের দেশত্যাগে সহায়তা করেছেন মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালান।
ডা. জেহাদ খান এসব প্রচারের প্রতিবাদ জানিয়ে ১২ মে সোমবার একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিটি কিশোরগঞ্জ জেলা জামায়াতের একটি হোয়াটসঅ্যাপ একাউন্ট থেকে স্থানীয় সংবাদ কর্মীদের কাছে পাঠানো হয়েছে। এর শিরোনামে লেখা হয়েছে, ‘প্রতিবাদ বিবৃতি, এডভোকেট আবদুল হামিদের দেশত্যাগ প্রসঙ্গে আমার বক্তব্যঃ ডা. কর্ণেল (অব.) জেহাদ খান’।
বিবৃতিতে লেখা হয়েছে, ‘সাম্প্রতিক মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত “বিশেষ প্রতিবেদন” আমার বক্তব্য’।
‘আমি চরম ক্ষোভ ও বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি, নাজমুস সাকিব নামের এক ব্যক্তিসহ বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে আমার বিরুদ্ধে সম্পূর্ণ মনগড়া, বিভ্রান্তিকর এবং রাজনৈতি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছেন। যেখানে কল্পনাভিত্তিক দাবি করা হচ্ছে যে, আমি নাকি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিদেশ গমনের অনুমতির জন্য রাষ্ট্রের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে “ধরনা দিয়েছি” এবং একটি “সেফ এক্সিট প্ল্যানের” মূল পরিকল্পনাকারী!
‘এই বিষয়ে আমি স্পষ্ট করে জানাচ্ছি :
১. আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার জীবনে কখনও আমি ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করিনি, বা তার সাথে কোনদিন কথাও হয়নি। তার সঙ্গে আমার কোনো পরিচয়, যোগাযোগ বা রাজনৈতিক সম্পর্কও নেই।
২. আমি কারও বিদেশ গমনের সুপারিশ করিনি, করতেও পারি না। আমি রাষ্ট্রের কোন দায়িত্বে নেই, রাজনৈতিক প্রশাসনের সঙ্গেও জড়িত নই। আমার পেশা চিকিৎসা, আর পরিচয়-একজন নাগরিক ও চিকিৎসক মাত্র। ইমিগ্রেশন পুলিশের কোন কর্মকর্তা, বিশেষ করে ডিআইজি মোয়াজ্জেম হোসেনের সঙ্গে আমার কোন প্রকার যোগাযোগ নেই এবং তার কোন কর্মকাণ্ডের সঙ্গেও আমি যুক্ত নই। বরং প্রশাসন এবং গোয়েন্দা সংস্থায় থাকা ফ্যাসিবাদের সমর্থকদের মাধ্যমেই রাজনৈতিক প্রক্রিয়ায় তিনি দেশ ছেড়েছেন। আর পরিকল্পিতভাবে তাদের ভূমিকা আড়াল করতেই আমাকে টেনে আনা হচ্ছে। সুতরাং এ বিষয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার না করে সেফ এক্সিটে দায়ী সরকারে থাকা স্বৈরাচারের দোসরদের জবাবদিহিতায় আনা হোক।
যারা এই অপপ্রচার ছড়াচ্ছেন, তারা যদি এতটাই নিশ্চিত হন যে আমি কোনো ‘ধরনা দিয়েছি’, ‘সুপারিশ করেছি’, কিংবা কারও সঙ্গে ‘সেফ এক্সিট’ পরিকল্পনা করেছি- তাহলে তার সুনির্দিষ্ট প্রমাণ, ফোনালাপ, সাক্ষাৎ, নথি বা ভিডিও ফুটেজ সামনে আনুন। আমি নিশ্চিত এমন কোন প্রমাণ তারা কখনোই দেখাতে পারবে না, কারণ এই ঘটনা ঘটেনি, এটি নিছকই কল্পনা।
৩. শুধু ভিন্নমত পোষণ করায় আমি আমার কর্মজীবনে বহুবার অবিচার ও হেনস্তার শিকার হয়েছি। চাকরি জীবনে আমার ব্রিগেডিয়ার পদে পদোন্নতি পাওয়ার কথা থাকলেও জামায়াত সংশ্লিষ্টতার কারণে আমাকে সেই পদোন্নতি দেওয়া হয়নি। এমনকি অবসরের পূর্বে আমার আরেকটি অনারারি গ্রেড যুক্ত হওয়ার কথা ছিলো, সেটিও সাবেক প্রধানমন্ত্রীর গুড বুকে না থাকায় পাওয়া হয়নি। শুধু পদ-পদবি সংক্রান্ত বিষয়ই নয়, একজন চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা পেশায় বিতর্কিত করতে নানা সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন রকমের অপচেষ্টা করা হয়েছে। আমাকে বলা হয়েছে আমি ভুয়া ডাক্তার, আমি এনজিওগ্রাম পারি না। এমনকি এক পর্যায়ে আমাকে ভিডিও করে প্রমাণ দিতে হয়েছে যে আমি এনজিওগ্রামে দক্ষ চিকিৎসক। এগুলো করা হয়েছে শুধুমাত্র ‘জামায়াতপন্থী’ হয়েও চিকিৎসক হিসেবে আমার খ্যাতি লাভের কারণে।
৪. ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক সংকটকালে, যখন ধানমন্ডি ২৭-এ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, তখন ইবনে সিনা হাসপাতালের জরুরি বিভাগে আমি পেশাদারিত্বের সর্বোচ্চ ব্যবহার করে আহতদের চিকিৎসা দিয়েছি। অনেককেই গোপনে আশ্রয় দিয়েছি, যাতে তারা সুরক্ষা এবং চিকিৎসা পায়। এর ফলে আমি নিজেও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার হয়রানি, নজরদারি এবং সরাসরি হুমকির মুখে পড়েছিলাম।
৫. আমি হঠাৎ করেই জামায়াতে ইসলামীতে আসা লোক নই। ১৯৮৮ সালে আমি যখন ইন্টার্ন চিকিৎসক ছিলাম, তখনই আমি জামায়াতের রোকন হই। এরপর সেনাবাহিনীতে থাকাকালীন সময়ে চাকরিবিধি অনুযায়ী সংগঠনের কাজ থেকে বিরত থাকলেও অবসর নেওয়ার পরই ২০১৪ সালে আবারও পুরোদমে কাজ করা শুরু করি। পারিবারিকভাবে আবদুল হামিদ আমাদের আত্মীয় হলেও আমার পরিবার এবং আত্মীয়-স্বজনদের মধ্যে অধিকাংশই জামায়াত সমর্থক। এমনকি মরহুম গোলাম আযম, নিজামী সাহেবও পারিবারিকভাবে আমাদের আত্মীয়। সুতরাং শুধুমাত্র ব্যক্তি আবদুল হামিদের জন্য আমার পরিবারকে বিবেচনা করা ভুল সিদ্ধান্ত।
এই ধরনের বিভ্রান্তিকর প্রতিবেদন কেবল আমাকে নয়, আমার পরিবার, সহকর্মী ও দীর্ঘদিনের চিকিৎসা জীবনের সুনামকে কলুষিত করার অপচেষ্টা। আমি এই ধরনের মিথ্যাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছি। সত্যের মুখোমুখি হবার সাহস না থাকলে, মিথ্যার আশ্রয় নিয়ে চরিত্র হনন বন্ধ করুন।’
-ডা. কর্ণেল (অব.) জেহাদ খান, এফসিপিএস (কার্ডিওলজি), এমডি, সাবেক ইন্টারভেশনাল কার্ডিওলজিস্ট, বাংলাদেশ সেনাবাহিনী ও ইবনে সিনা হাসপাতাল।
বিবৃতির বিষয়ে ডা. জেহাদ খানকে ফোন করলে তিনি বিবৃতি দানের সত্যতা স্বীকার করেছেন। তিনি জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য। তাঁকে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আগামী সংসদ নির্বাচনের জন্য দলের প্রার্থী মনোনয়ন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী।