• শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে মানসম্মত শিক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা ভৈরবে অবৈধ পলিথিন ফ্যাক্টরিতে অভিযানে অর্থদণ্ড গাজায় হামলার প্রতিবাদে ভৈরবের প্রতিবাদী ছাত্র যুবকদের বিক্ষোভ মিছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল শিয়ালের মুখ থেকে মৃত অবস্থায় উদ্ধার দেড় বছরের শিশু ভাঙারি দোকান থেকে মর্টার শেল উদ্ধার গলা কেটে মাদ্রাসা শিক্ষকের আত্মহত্যা খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভৈরবে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণের উদ্বোধন নারীর দুই হাঁটুতে মোড়ানো ছিল গাঁজা স্টেশন প্লাটফর্ম থেকে গ্রেফতার

আওয়ামী লীগ নির্বিচারে গুলি করেছে, ক্ষুব্ধ জনগণ তীর্থস্থান গুড়িয়ে দিয়েছে …….. ভিপি নূর

আওয়ামী লীগ নির্বিচারে গুলি করেছে
ক্ষুব্ধ জনগণ তীর্থস্থান গুড়িয়ে দিয়েছে
…….. ভিপি নূর

# নিজস্ব প্রতিবেদক :-
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূরুল হক নূর (ভিপি নূর) বলেছেন, ফ্যাসিবাদী শক্তি ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। হেলিকপ্টার থেকে ছাদের ওপর গুলি করে হত্যা করেছে। কিন্তু তাদের মধ্যে কোন অনুসূচনা নেই, দুঃখবোধ নেই। এখনও পৈশাচিক উল্লাস করে। যে কারণে জনগণ বিক্ষুব্ধ হয়ে তাদের রাজনীতির তীর্থস্থান মাটিতে মিশিয়ে দিয়েছে। তবে আমরা রাজনৈতিক সহিংসতা হানাহনি সমর্থন করি না। তিনি বলেন, গুটি কয়েক ছাত্র নেতা দল গঠন করতে চান। তারা অন্যদের অবদানকে অস্বীকার করছেন, বিভাজন তৈরি করছেন। আমরা বিভাজন চাই না। আমাদের দলের সংগঠকরাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।
তিনি শনিবার বিকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদরের ঈদগা মাঠে দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দলের পাকুন্দিয়া উপজেলা কমিটির আহবায়ক শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান, উচ্চ পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, জেলা কমিটির আহবায়ক নাসির উদ্দিন, যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম, যুগ্ম-আহবায়ক অভি চৌধুরী, সদস্য সচিব আকন্দ মোহাম্মদ উজ্জ্বল প্রমুখ।
ভিপি নূর বলেন, যারা ১৫ বছর চরম বর্বরতা চালিয়েছে, সেই মূল নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু আওয়ামী লীগের অনেক নিরীহ নিরপরাধ নেতা-কর্মী আছেন। তারা যদি জনগণের কাছে ক্ষমা চান, তাহলে তাদের রাজনীতি করতে কোন অসুবিধা নেই। তবে আওয়ামী লীগ নামে কোন দল থাকতে পারবে না। নতুন নামে দল করে রাজনীতি করতে হবে। খুনি দলকে নিষিদ্ধ না করলে বার বার ফ্যাসিবাদ জন্ম নেবে। তিনি বলেন, যারা এদেশে রাজনীতি করে, কেউ ভারতের গোলামী করে, কেউ পাকিস্তানের গোলামী করে, কেউ মার্কিন পন্থী, কেউ চীন পন্থী। এভাবে জাতীয় স্বার্থ রক্ষা হবে না। নিজেদের জাতীয় স্বার্থকে সামনে রেখে রাজনীতি করতে হবে।
ভিপি নূর আরও বলেন, পাকুন্দিয়ার ইউএনওর কথা শোনা যায়, তিনি মামলার আসামিদের নাকি বালু তোলার লাইসেন্স দিচ্ছেন। আবার কোন দলের উৎপাতে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আওয়ামী লীগের নির্মম পরিণতি লক্ষ্য করুন। বিপ্লবের পর প্রতিবিপ্লবও হয়। ক্ষমতাচ্যুতরা প্রতিবিপ্লবের চেষ্টা করছে। তিনি বলেন, রাষ্ট্রকে গণতান্ত্রিক করতে হলে দলের মধ্যে গণতন্ত্রের চর্চা করতে হবে। জনআকাক্সক্ষার দেশ গঠনের জন্য তিনি সংসদে নৃগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণির প্রতিনিধিত্বের দাবি করেন।
ভিপি নূর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘অপারেশন ডেভিল হান্ট’ কর্মসূচীকে সমর্থন জানিয়ে বলেন, সন্ত্রাসীদের ধরতে হবে। তবে কোন নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়। আমরা কারও বাড়িঘর ভাঙচুরও সমর্থন করি না। সমাবেশে জেলা কমিটির যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলামকে আগামী নির্বাচনে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন ভিপি নূর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *