# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ভবঘুরে অজ্ঞাত (৬০) ব্যক্তির মৃত্যুর ঘটনায় স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো নেত্রকোণা জেলার মদন থানার জয়পাশা গ্রামের রইছ মিয়ার ছেলে সম্রাট ওরফে রাসেল মিয়া (২৫) ও তার স্ত্রী মারিয়া বেগম (১৯)। মারিয়া বেগম কিশোরগঞ্জ জেলার ইটনা বিষ্টপুর গ্রামের ফুল মিয়ার মেয়ে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি।
স্থানীয়রা ও থানা পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত ব্যক্তি ও গ্রেপ্তারকৃতরা ভৈরব রেলওয়ে এলাকায় প্ল্যাটফর্মে রাত্রি যাপন করে। তারা তিনজনই মাদকাসক্ত। মানুষের কাছ থেকে ভিক্ষা ভিত্তি করে দিনাতিপাত করতো। বিকাল ৩টায় রেলওয়ে স্টেশন এলাকায় তাদের মধ্যে ঝগড়া হয়। এসময় তারা মারামারিও করে। ঝগড়ার এক ফাঁকে মারিয়া বেগমের হাতে থাকা কেচি দিয়ে অজ্ঞাত ব্যক্তিটিকে বুকে আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণ হলে স্থানীয়রা উদ্ধার করে অজ্ঞাত ব্যক্তিটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মেহেদি হাসান বলেন, অজ্ঞাত এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় কিছু লোক হাসপাতালে রেখে চলে যায়। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরবর্তীতে হাসপাতালে বেডে কিছুক্ষণ শুয়ে থাকে। প্রথমে আমরা ভেবেছিলাম ঘুমিয়ে আছে পরে দেখা যায় তিনি মৃত্যু বরণ করেছে। তৎক্ষণাৎ বিষয়টি থানা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করি। প্রাথমিক ভাবে জানতে পারি ঝগড়ার এক ফাঁকে অজ্ঞাত ব্যক্তিটিকে মারিয়া নামে এক নারী কেচি দিয়ে আঘাত করে। সাথে তার স্বামীও মারধর করে। এ ঘটনায় স্বামী ও স্ত্রী দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।