# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের মিঠামইনে ফরিদ উদ্দিন আহমেদ নামে একজন বীর মুক্তিযোদ্ধার জায়গা অধিগ্রহণ ছাড়াই দখল করে উপজেলা পরিষদের রাস্তা নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি মুক্তিযুদ্ধে যাবার অপরাধে তাঁর বাবা মামুদ আলী মিয়া তখন হানাদারদের হাতে শহীদ হন। ফরিদ আহমেদ জায়গার ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করার পরও কোন প্রতিকার পাচ্ছেন না বলে জানিয়েছেন।
গত ৬ মে তারিখে ইউএনও বরাবরে বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদের করা আবেদনে জানা যায়, মিঠামইন উপজেলা সদরে ফরিদ আহমেদের ৩৬৬ নম্বর দাগে ৫৫ শতাংশ জায়গা ছিল। সেখান থেকে সরকার টাকার বিনিময়ে ২৪ শতাংশ জায়গা অধিগ্রহণ করে উপজেলা পরিষদ মিলনায়তন নির্মাণ করেছে। এখন মিলনায়তনে যাওয়ার জন্য সরকারি জায়গা বাঁচিয়ে ফরিদ আহমেদের বাকি ৩১ শতাংশ জায়গার একাংশ দখল করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। ফরিদ আহমেদ পুরো জায়গাটা সরকারী সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে সঠিকভাবে রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন তাঁর আবেদনে।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, উপজেলা পরিষদের মিলনায়তনে যাওয়ার জন্য একটি আরসিসি রাস্তা নির্মাণ করা হচ্ছে। রাস্তার পশ্চিমাংশে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফরিদ আহমেদের অনেকটা জায়গা দখল করে নিয়েছে। অথচ রাস্তার পূর্ব পাশে সরকারের মালিকানাধীন অনেকটা জায়গা খালি পড়ে আছে। সরকারি জায়গার ওপর দিয়ে রাস্তা করলে বরং রাস্তাটি সোজা হতো। কিন্তু সরকারি জায়গা ছেড়ে ফরিদ আহমেদের জায়গায় ঢুকতে গিয়ে রাস্তাটি বাঁকাভাবে নির্মিত হচ্ছে।
ফরিদ আহমেদ বলেছেন, সরকারের যদি কোন কারণে তাঁর কিছু জায়গার একান্তই প্রয়োজন হয়, তাহলে টাকার বিনিময়ে অধিগ্রহণ করে নিলেও তাঁর দিতে আপত্তি নেই। কিন্তু সরকার একজন নাগরিকের জায়গা বিনা মূল্যে জোরপূর্বক দখল করতে পারে না। আবেদনের মাধ্যমে তিনি প্রতিকার না পেলে আদালতে যেতে বাধ্য হবেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে ইউএনও খান মো. আব্দুল্লাহ আল মামুনকে ২৯ আগস্ট শুক্রবার প্রশ্ন করলে জানান, রাস্তাটির প্রকল্প তাঁর এখানে যোগদানের আগেই পাস হয়েছে। সম্প্রতি কাজ শুরু হয়েছে। এর পরও তিনি সহকারী কমিশনার (ভূমি) অফিসকে নিদের্শ দিয়েছেন, যেন পুরো জায়গাটা পরিমাপ করে তাঁকে প্রতিবেদন দেওয়া হয়।