# মোস্তফা কামাল :-
এক পক্ষের কাফনের কাপড় পরে প্রতিহতের ঘোষণার মুখে স্থগিত হওয়া কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির সম্মেলন অবশেষে ২০ আগস্ট বুধবার অনুষ্ঠিত হলো। তবে সম্মেলনে দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতা দাওয়াত না পাওয়ায় তাঁরা সম্মেলনে যাননি বলে জানা গেছে। সম্মেলনে পূর্বতন কমিটির আহবায়ক শেখ মুজিবুর রহমান ইকবালকে সভাপতি, যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান মনিরকে সাধারণ সম্পাদক ও বিএনপির প্রয়াত এমপি মুজিবুর রহমান মঞ্জুর ছেলে মোস্তাফিজুর রহমান মামুনকে এক নম্বর ও মোহাম্মদ আলীকে দুই নম্বর সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে। তবে মামুনের লোকজন বিক্ষোভ মিছিল করে ‘অবৈধ কমিটি, মানি না মানবো না’ শ্লোগান দিয়েছেন বলে জানা গেছে।
বুধবার দুপুরে উপজেলার জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ মাঠে ৫ বছর পর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম।
এর আগে ৫ জুলাই ভাগলপুরের নাজিম ভূঁইয়ার মাঠে সম্মেলন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু বাজিতপুর পৌরসভার সাবেক মেয়র পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাইয়ুম খান হেলাল ও মীর জলিল, সাবেক যুগ্ম-আহবায়ক কাজল ভূঁইয়া ও বিএনপির প্রয়াত এমপি মুজিবুর রহমান মঞ্জুর ছেলে মোস্তাফিজুর রহমান মামুনসহ তাঁদের অনুসারীদের কাফনের কাপড় পরে সম্মেলন প্রতিহতের হুমকির মুখে জেলা বিএনপি সম্মেলন স্থগিত করেছিল। তাঁদের অভিযোগ ছিল, ইউনিয়ন কমিটিগুলো এবং কাউন্সিলর তৈরি করা হয়েছে উপজেলা বিএনপির আহবায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল ও সদস্য সচিব মনিরুজ্জামান মনিরের পক্ষের লোকদের দিয়ে।
এহসান কুফিয়া জানান, আমি যেহেতু পৌর বিএনপির সভাপতির দায়িত্বে আছি, ফলে দল করলে সম্মেলনে যেতে হয়, গিয়েছি। কিন্তু আরও সুন্দর কমিটি করা যেত। তিনি জানান, কাইয়ুম খান হেলাল, মীর জলিল আর কাজল ভূঁয়ারা দাওয়াত পাননি বলে সম্মেলনে যাননি। তিনি জানান, প্রথমে মোহাম্মদ আলীকে এক নম্বর ও মোস্তাফিজুর রহমান মামুনকে দুই নম্বর সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সংশোধন করে মামুনকে এক নম্বর ও মোহাম্মদ আলীকে দুই নম্বর সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। কিন্তু কমিটি ঘোষণার পর আবার মামুনের পক্ষ থেকে ‘অবৈধ কমিটি, মানি না মানবো না’ শ্লোগান দিয়ে মিছিল করা হয়েছে। এ ব্যাপারে কথা বলার জন্য মামুনকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
এদিকে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাইয়ুম খান হেলাল জানান, তিনি, মীর জলিল এবং কাজল ভূঁয়াকে সম্মেলনে দাওয়াতই দেওয়া হয়নি। যে কারণে তারা সম্মেলনে যাননি। তবে একটি সুন্দর কমিটির বিষয়ে আগেও কেন্দ্রে যোগাযোগ করেছেন। নতুন কমিটির ব্যাপারে আবারও যোগাযোগ করে আপত্তি জানাবেন বলে জানিয়েছেন।
এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারল ইসলাম জানিয়েছেন, কাইয়ুম খান হেলালকে বলা হয়েছিল একটি সম্মানজনক পদ দেওয়া হবে। কিন্তু তিনি সম্মেলনে আসেননি। তবে কাইয়ুম খান হেলালসহ কয়েকজনকে দাওয়াত না দেওয়ার বিষয়টি জানেন না বলে জানালেন মাজহারল ইসলাম। এছাড়া সাংগঠনিক সম্পাদক মামুনের পক্ষ থেকে কমিটি প্রত্যাখ্যান করে করা মিছিলের বিষয়টিও তিনি জানেন না। তবে মামুনের ইচ্ছা অনুযায়ীই তাকে সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে বলে জানালেন মাজহারল ইসলাম। তিনি জানান, দলে অনেকেই ভাল পদ পাওয়ার যোগ্য। কিন্তু সবাইকে সন্তুষ্ট করা খুবই কঠিন।