# নিজস্ব প্রতিবেদক :-
মাদক ব্যবসা ও আধিপতত্যের বিরোধে কিশোরগঞ্জে যুব দলের দুই গ্রুপের সংঘর্ষে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। হামলাকারীর বাড়িঘরে আগুন দিয়েছে প্রতিপক্ষ। সংঘর্ষকালে গুলির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। নিহত যুবক সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ভড়াটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে ইমরানুল হক হিমেল (৩২)। তিনি যুবদলের কর্মী বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
জেলা যুবদলের তথ্য ও গবেষণা সম্পাদক আলী আব্বাস রাজন ও সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এমদাদুল হকের মধ্যে মাদক ব্যবসা ও এলাকার আধিপত্য নিয়ে বিরোধ ছিল বলে এলাকাবাসী জানিয়েছেন। ২২ আগস্ট শুক্রবার সকাল ১১টা থেকে বৌলাই পুরান বাজারসহ আশপাশের এলাকায় তিন দফা সংঘর্ষ হয়েছে। এসময় দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। এসময় এমদাদের লোকজন হিমেলকে কুপিয়ে মারাত্মক আহত করে বলে জানিয়েছেন বৌলাই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল মোতালিব। মুমূর্ষু অবস্থায় হিমেলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান। মাদক ব্যবসার বিরোধে হিমেল নিহত হয়েছেন বলে জানিয়েছেন মোতালিব মেম্বার। হিমেল যুবদল নেতা রাজনের অনুসারী ছিলেন।
সংঘর্ষের খবর পেয়ে যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুুল্লাহ আল মামুন। তবে গুলির ঘটনা জানা নেই বলে জানিয়েছেন ওসি।
জেলা যুব দলের সাধারণ সম্পাদক আব্দুুল্লাহ আল মাসুদ সুমন জানান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও তিনি বৌলাই এলাকায় গিয়েছেন। তিনি বলেন, এমদাদের মাদক ব্যবসার বিরুদ্ধে এলাকাবাসী বাধা দেওয়ার কারণে তাদের ওপর হামলা চালিয়েছে, গুলি করেছে। একজন খুন হয়েছেন। অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছে। এ ব্যাপারে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সুমন জানিয়েছেন। অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এলাকায় গিয়ে দলের পক্ষ থেকে ঘটনার তদন্ত করা হবে। অপরাধের প্রমাণ পাওয়া গেলে দল থেকে তাদের বহিষ্কার করা হবে।
ওসি আব্দুুল্লাহ আল মামুন জানিয়েছেন, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের পক্ষ থেকে মামলা করার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।