# মাহবুবুর রহমান :-
প্রান্তিক মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ১২ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কামারকোনা মাদ্রাসা দাওয়াতুল হক সংলগ্ন এলাকায় বর্ণালী কম্পিউটার সেবা কেন্দ্রটি উদ্বোধন করেন, উপজেলা নিবার্হী অফিসার মো. মাঈদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা, কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শহিদুল্লাহ, পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, মসূয়া ভূমি সহকারী কর্মকর্তা আশরাফুন খানম, ভূমি উপ-সহকারী কর্মকর্তা আশিকুন্নাহার হ্যাপী, উপজেলা ভূমি অফিসের নাজির মো. মাহবুবুর রহমান, কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, কটিয়াদী মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জজ মিয়া, ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্যোক্তা তানিয়া নাছরিন বর্ণালীসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ।
এসময় উপজেলা নিবার্হী অফিসার মো. মাঈদুল ইসলাম বলেন, মানুষের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে এবং মানুষের হয়রানি কমাতে এই ভূমি সেবা সহায়তা কেন্দ্রটি চালু করা হলো। এই সেবা কেন্দ্র থেকে মানুষ ভালো সহায়তা পাবে বলে আশা করছি।