# নিজস্ব প্রতিবেদক :-
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজা চেকপোস্টে তল্লাসীর নামে বিভিন্ন পণ্যবাহী গাড়ি আটকে চাঁদাবাজি ও হয়রানীর অভিযোগে পুলিশের এক এসআইকে সাময়িক বরখাস্ত ও আরেকজনকে ক্লোজ করা হয়েছে। তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিস সূত্র জানায়, আশুগঞ্জ টোল প্লাজা চেকপোস্ট পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত অবস্থায় তল্লাসীর নামে বিভিন্ন যানবাহনে যে কোন সাধারণ পণ্যকে অবৈধ পণ্য দাবি করে চাঁদাবাজি চলছে বেশ কয়েক মাস ধরে। সাম্প্রতি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান এসএ পরিবহনের অন্তত ৩টি গাড়ি আটকে বৈধ পার্শ্বেলকে অবৈধ উল্লেখ করে বিভিন্ন পার্শ্বেল নামিয়ে নেয় টোল প্লাজায় কর্মরত একদল পুলিশ সদস্য। যার নেতৃত্ব দেয় এসআই রবিউল ও এসআই ইসহাক। এমনকি সিজার লিস্টের পরিবর্তে নিজেদের টাইপ করা একটি কথিত প্রত্যয়নপত্র ধরিয়ে দিয়ে এসব মালামাল নামিয়ে নেয় তারা। পরে ওইসব পণ্যের প্রেরক ও প্রাপকের সাথে যোগাযোগ করে চাঁদাবাজি করে পুলিশ। চাঁদা না পেলে মামলা দিয়ে হয়রানী করে তারা। পরপর দুই দিন দুটি কাভার্ডভ্যান আটক করে মালামাল লুটে নেয়ার চেষ্টা করলে এসএ পরিবহনের পক্ষ থেকে প্রতিবাদ করায় গাড়ি জব্দ করাসহ নিরিহ ড্রাইভার হেলপারকে গ্রেপ্তার করে মামলা দেয় আশুগঞ্জ টোল প্লাজার পুলিশ সদস্যরা। পরে বিষয়টি নিয়ে এস এ পরিবহনের পক্ষ থেকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে অভিযোগ করলে তদন্ত শুরু করে পুলিশ।
এসএ পরিবহণ কর্তৃপক্ষের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিজিবির বিভিন্ন চেকপোস্টেও এমন বেআইনি প্রত্যয়নপত্র দিয়ে গ্রাহকের বুকিংকৃত আমানত নামিয়ে নেয়ার ঘটনা ঘটছে। আশুগঞ্জ টুলপ্লাজা পুলিশের কতিপয় অতিউৎসাহী সদস্য কর্তৃক, বৈধ পার্সেলকে অবৈধ আখ্যা দিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক সিজার লিস্ট ছাড়া কথিত প্রত্যয়নপত্র দিয়ে বুকিং আমানত নামিয়ে নেয়া সম্পূর্ণ বে-আইনী যা প্রচলিত চুরি-ডাকাতিকেও হার মানায় বলে জানায় এসএ পরিবহন কর্তৃপক্ষ।
এস এ পরিবহনের কাভার্ডভ্যান চালক মো. মামুন মিয়া বলেন, কুরিয়ার সার্ভিসের জরুরি ডাকবাহী গাড়ি নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছে দেয়াই আমাদের দায়িত্ব। চেকপোস্টে পুলিশ গাড়ি থামিয়ে মাসিক বা দৈনিক ভিত্তিতে চাঁদা দাবী করে, আমরা অপারগতা প্রকাশ করলে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে দীর্ঘ সময় আটকে রেখে পরবর্তিতে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়ে দেয়। আমি জানিনা আমার কী অপরাধে জেলে যেতে হয়েছে। আমি পুলিশের এই হয়রানির বিচার দাবি করছি।
এস এ পরিবহনের অপর কাভার্ডভ্যান এর হেলপার মো. তামিম বলেন, আমার সৌদি আরবের যাওয়ার কথা ছিল, গাড়িতে চালকের সহযোগী হিসেবে কাজ করি, কিন্তু পুলিশ মিথ্যা অভিযোগে ইচ্ছাকৃতভাবে আমাকে জেলে দিয়ে আমার প্রবাস যাত্রা বাতিল করে।
অভিযোগের তদন্তের দায়িত্বে নিয়জিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, ঘটনার সত্যতা পেয়ে ইতিমধ্যে ওই চেকপোস্ট ফাঁড়িতে কর্মরত আশুগঞ্জ থানার এসআই গাজী রবিউল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আরেক এসআই ইসহাক মিয়াকেও টোল প্লাজা থেকে ক্লোজ করা হয়েছে। অভিযোগের তদন্ত এখনো চলছে। পুরো তদন্ত শেষ হলে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে। এছাড়া টোলপ্লাজায় তল্লাসীর নামে যাতে আর কোন যানবাহন অহেতুক হয়রানীর শিকার না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান তিনি।