# নিজস্ব প্রতিবেদক :-
সারা দেশে ধর্ষণের ঘটনায় কিশোরগঞ্জ জেলা বাসদ (মার্ক্সবাদী) মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার বিকালে হোসেনপুরের গোবিন্দপুর এলাকায় আয়োজিত মানববন্ধনে এলাকার ছাত্র-ছাত্রী ও নারী-পুরুষ নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ অংষগ্রহণ করেন। এতে বক্তৃতা করেন দলের জেলা শাখার সমন্বয়ক মো. আলাল মিয়া, সদস্য এবায়দুল ইসলাম প্রমুখ।
বক্তাগণ বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় অতীতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। আইন থাকলেও এর যথাযথ প্রয়োগ হয়নি। যে কারণে দুর্বৃত্তরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা ধর্ষকদের প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। সেই সাথে ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।