# মিলাদ হোসেন অপু :-
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র ৮০তম জন্মদিবস ও সাম্প্রতিক গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে ভৈরবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট শুক্রবার বাদ আসর শহরের কমলপুর বিএনপির কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল আায়োজন করা হয়।
মিলাদ মাহফিলের পূর্বে উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী মো. শাহীন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক, উপজেলা যুবদল আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, উপজেলা ছাত্রদল আহবায়ক রেজুয়ান উল্লাহ প্রমুখ। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে সৈরাচারি আওয়ামী সরকার পতন একটি পরম পাওয়া। কারণ তিঁনি আপোষহীন ভাবে দীর্ঘ ১৮ বছর রাজনীতি করে গেছেন। আল্লাহ্ উনাকে বাঁচিয়ে রেখেছেন। বৈমষ্যবিরোধী ছাত্রজনতা ও বিএনপির আন্দোলন সৈরাচার আওয়ামী সরকারের পতন হয়েছে। দেশনেত্রী আজ বেঁচে থেকে নিজ চোখে দেখতে পেয়েছে।
আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় ভৈরবে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করা হয়।