• মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে নির্মাণধীন বিল্ডিংয়ের দেয়াল ধসে দুই শিশু গুরুতর আহত বিকল পিকআপের পিছন থেকে আরেক মিনি পিকআপের সজোরে ধাক্কা বাপ ছেলেসহ তিনজন গুরুতর আহত সাবেক রাষ্ট্রপতির ছোটবোন সাবেক উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম মারা গেছেন জুলাই সনদের অনিশ্চয়তা নিয়ে জুলাই যোদ্ধার আবেগী স্ট্যাটাস দাদার লাশ দেখতে গিয়ে নাতনিও হয়ে গেল লাশ ‘পাতানো নির্বাচন করে পার পাবে না ইউনূসের সরকার নির্বাচন বয়কট করা হবে’ ……… আবু হানিফ ভৈরবে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা নদীপাড়ে শরতের কাশফুলে বিমোহিত প্রকৃতিপ্রেমীরা অনলাইনে কালোবাজারি বেড়েছে কালোবাজারি একই আসন বিক্রি করছে একাধিক যাত্রীর কাছে ১৮ বছর অতিক্রম করায় ২৭ কিশোরী পেলেন সম্মাননা

ভৈরবে খালেদা জিয়া’র জন্মদিন গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

# মিলাদ হোসেন অপু :-
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র ৮০তম জন্মদিবস ও সাম্প্রতিক গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে ভৈরবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট শুক্রবার বাদ আসর শহরের কমলপুর বিএনপির কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল আায়োজন করা হয়।
মিলাদ মাহফিলের পূর্বে উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী মো. শাহীন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক, উপজেলা যুবদল আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, উপজেলা ছাত্রদল আহবায়ক রেজুয়ান উল্লাহ প্রমুখ। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে সৈরাচারি আওয়ামী সরকার পতন একটি পরম পাওয়া। কারণ তিঁনি আপোষহীন ভাবে দীর্ঘ ১৮ বছর রাজনীতি করে গেছেন। আল্লাহ্ উনাকে বাঁচিয়ে রেখেছেন। বৈমষ্যবিরোধী ছাত্রজনতা ও বিএনপির আন্দোলন সৈরাচার আওয়ামী সরকারের পতন হয়েছে। দেশনেত্রী আজ বেঁচে থেকে নিজ চোখে দেখতে পেয়েছে।
আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় ভৈরবে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *