# মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌর এলাকার ২নং ওয়ার্ডের বিজয় পাড়ায় একই পরিবারের ৪ সদস্যকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় থাকতে দেখা যায়। খবর পেয়ে আজ ২৮ জুলাই রোববার সকালে লাশ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে নবীনগর থানা পুলিশ।
নিহতরা হলেন, পরিবারের কর্তা সোহাগ (৩৩) তার স্ত্রী জান্নাতুল (২২), বড় মেয়ে ফারিয়া (৪), ছোট মেয়ে ফাহিমা (২)।
ঘটনা সূত্রে জানা যায়, সোহাগ মিয়া নবীনগর বাজারের একজন ব্যবসায়ী। ঘটনার বিবরণে জানা যায়, রোববার পার্শ্ববর্তী বাড়িতে বসবাসকারী সোহাগ মিয়ার শ্বাশুড়ি সকাল ৯টার দিকে সোহাগ মিয়ার বাসায় গিয়ে ডাকাডাকি করলে তাদের কোন সারা শব্দ না পেয়ে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। সোহাগ মিয়ার শ্বাশুড়ির চিৎকার শুনে প্রতিবেশী মনির ও উজ্জ্বল দৌড়ে আসেন। তারা আবারও ডাকাডাকি করে কোন সারা শব্দ না পাওয়ায় দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে সোহাগ মিয়া ও তার পরিবারের ৪ সদস্যকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে নবীনগর থানায় খবর দিলে, পুলিশ এসে সকলের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে কিছু জানতে না পারা গেলেও স্থানীয়রা ধারণা করছে ঋণের দায়ে তারা এ আত্মহত্যা করে থাকতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে নবীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নবীনগর থানায় এ বিষয়ে কোন মামলা দায়ের হয়নি।