# কুলিয়ারচর সংবাদদাতা :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করছেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম।
৪ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে উপজেলার ৬শ জন কৃষকের মাঝে রোপা আমন ধানের প্রণোদনার জনপ্রতি ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল খায়ের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. জসীম উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অজয় কুমার চৌধুরী ও স্থানীয় সাংবাদিকসহ উপকার ভোগী কৃষক-কৃষাণি।
অফিস সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে রোপা আমন এর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় স্থানীয় ৬শ জন কৃষককে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।