# আফসার হোসেন তুর্জা :-
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরার দড়িকান্দি নামক এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী ও সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকা অভিমুখী দুইটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছে। ৩ জুলাই বুধবার ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার দড়িকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সামনে থেকে দুমরে মুচড়ে যায় এবং সোহেল রানা (৩৫) নামে একজন ট্রাক চালক গুরুতর আহত হয়। পরে ভৈরব বাজার ফায়ার সার্ভিস ট্রাক চালককে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন জানান, ঢাকাগামী মালবাহী ট্রাক ও সিলেটগামী মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় একজন ট্রাক চালক গুরুত্বর আহত হয়। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া ট্রাক চালককে উদ্ধারের কাজ শুরু করি। পরে আহত চালককে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। বর্তমানে রাস্তায় গাড়ি চলাচলও স্বাভাবিক রয়েছে।