# নিজস্ব প্রতিবেদক :-
বিএডিসি সদর দপ্তরের সদস্য পরিচালক (বীজ ও উন্নয়ন) মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, এবার তাপমাত্রার বৈরিতা আর বৃষ্টির কারণে আলুর উৎপাদন কম হয়েছে। সেই কারণে সঙ্গতভাবেই এবার আলুর দাম কিছুটা বেশি হবে। তবে এরও একটা সীমা থাকবে। কৃষক তো এবার তাদের আলু ৩০ টাকা কেজি দরে বিক্রি করেছেন। কিন্তু বাজারে এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। এটা অসঙ্গতিপূর্ণ। ব্যবসায়ী পর্যায়ে গিয়ে এমনটা হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি কিছু করতে পারেন।
তিনি আজ শনিবার পাকুন্দিয়ার বিএডিসি আলুবীজ হিমাগারে জেলার ৬০ জন আলু চাষী ও ডিলারকে নিয়ে দুদিনের প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেছেন। এসময় আলুর দাম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি উপরোক্ত মন্তব্য করেছেন। মানসম্পন্ন বীজআলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ প্রকল্পের পরিচালক বিএডিসির মহাব্যবস্থাপক (বীজ) মো. আবীর হোসেনের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন বিএডিসির অতিরিক্ত মহা-পরিচালক মো. মোশাব্বের হোসেন, পাকুন্দিয়া হিমাগারের উপ-পরিচালক মো. হারুন অর রশিদ ও কিশোরগঞ্জ হিমাগারের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান। কর্মশালায় নতুন উদ্ভাবিত আলুর কয়েকটি জাতের গুণাগুণ ও উৎপাদন পদ্ধতি নিয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।