# উজ্জ্বল কুমার সরকার :-
হোসেনপুর উপজেলা সদর ঢেকিয়া গ্রামের বাসিন্দা ও হোসেনপুর কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির কার্যকরী কমিটির কোষাধ্যক্ষ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক শ্রী বিমল চন্দ্র সূত্রধরের পিতা ও মন্দিরের উপদেষ্টা সদস্য দেবেশ চন্দ্র সূত্রধর (৬৫) ২৮ জুন শুক্রবার বিকাল ৪টা ৪৫ মিনিটে নিজ বাসায় পরলোকগমন করেন। তার মৃত্যুতে হোসেনপুর কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির কার্যকরী কমিটির সভাপতি সাংবাদিক প্রদীপ কুমার সরকার ও সাধারণ সম্পাদক সুবল চন্দ্র বনিক তাপস, হোসেনপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হোসেনপুর পৌর পূজা উদযাপন পরিষদ গভীরভাবে শোকাহত এবং শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার শেষকৃত্য অনুষ্ঠান শ্রীশ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয় শ্মশান ঘাটে রাত ৮টায় অনুষ্ঠিত হয়।