• সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নদীপাড়ে শরতের কাশফুলে বিমোহিত প্রকৃতিপ্রেমীরা অনলাইনে কালোবাজারি বেড়েছে কালোবাজারি একই আসন বিক্রি করছে একাধিক যাত্রীর কাছে ১৮ বছর অতিক্রম করায় ২৭ কিশোরী পেলেন সম্মাননা কটিয়াদীতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি দ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতির বিদেশ যাত্রায় ফুলেল শুভেচ্ছা করিমগঞ্জে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থীর আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি ভৈরবে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেল দুই হাজারেও অধিক রোগী এনসিপির অপকর্মের দায় এড়াতে ঐক্যের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ অষ্টগ্রামে টেলিকম দোকানে চুরি বাড়ছে ছিনতাই-অপরাধ হোসেনপুরে শেখ হাসিনার জন্মদিন পালন করায় গ্রেপ্তার ৩

ভৈরবে রসুলপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপ্রতি নির্বাচিত হলেন বীরমুক্তিযোদ্ধা শাহজাহান

# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ১৯৭৩ সালে স্থাপিত রসুলপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সুবেদার মো. শাহজাহান কবির। আজ ২৬ জুন বুধবার সকাল ১১টার সময় উপজেলা একাডেমি সুপারভাইজার কার্যালয়ে বিদ্যালয়ের নব-নির্বাচিত ১০ জন সদস্যদের মধ্যে ৯ জনের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন।
রসুলপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ২০২৪-এর প্রিজাইডিং অফিসার মোছা. স্বপ্না বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় নব-নির্বাচিত অভিভাবক সদস্য মো. সফিকুল, মো. আ. সালাম, মো. লুৎফর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য নুরজাহান, সাধারণ শিক্ষক সদস্য ছিদ্দিকুর রহমান, মো. মাঈন উদ্দিন, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য রহিমা বেগম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য সাদেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বৃহত্তর সাদেকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফজলুল হক ও দাতা সদস্য মো. মজিবুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় নব-নির্বাচিত অভিভাবক সদস্য মো. লুৎফর রহমান সভাপতি হিসেবে বীরমুক্তিযোদ্ধা শাহজাহানের নাম প্রস্তাব করলে সমর্থন করেন মুজিবুর রহমান এবং সকল সদস্য এই প্রস্তাবকে সমর্থন করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়। এ সময় নব-নির্বাচিত অভিভাবক সদস্য মো. এলিয়াছ মিয়া অনুপস্থিত ছিলেন।
এর আগে চলতি মাসের ১৯ তারিখে বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মো. সফিকুল ১২৮ ভোট, মো. আ. সালাম ১২০ ভোট, মো. লুৎফর রহমান ১১০ ভোট ও মো. এলিয়াছ ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। সংরক্ষিত মহিলা সদস্য পদে নুরজাহান বেগম ১০৭ ভোট পান। নির্বাচনে অভিভাবক সদস্য পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে সাধারণ শিক্ষক পদে মো. মাঈন উদ্দিন, মুহাম্মদ সিদ্দিকুর রহমান ও সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য পদে মোছা. রহিমা বেগম প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বীরমুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়াকে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত করায় অভিভাবক সদস্য, শিক্ষকবৃন্দসহ এলাকাবাসীর নিকট কৃতজ্ঞতা জানান। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও এলাকার শিক্ষার প্রসারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *