# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ১৯৭৩ সালে স্থাপিত রসুলপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সুবেদার মো. শাহজাহান কবির। আজ ২৬ জুন বুধবার সকাল ১১টার সময় উপজেলা একাডেমি সুপারভাইজার কার্যালয়ে বিদ্যালয়ের নব-নির্বাচিত ১০ জন সদস্যদের মধ্যে ৯ জনের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন।
রসুলপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ২০২৪-এর প্রিজাইডিং অফিসার মোছা. স্বপ্না বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় নব-নির্বাচিত অভিভাবক সদস্য মো. সফিকুল, মো. আ. সালাম, মো. লুৎফর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য নুরজাহান, সাধারণ শিক্ষক সদস্য ছিদ্দিকুর রহমান, মো. মাঈন উদ্দিন, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য রহিমা বেগম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য সাদেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বৃহত্তর সাদেকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফজলুল হক ও দাতা সদস্য মো. মজিবুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় নব-নির্বাচিত অভিভাবক সদস্য মো. লুৎফর রহমান সভাপতি হিসেবে বীরমুক্তিযোদ্ধা শাহজাহানের নাম প্রস্তাব করলে সমর্থন করেন মুজিবুর রহমান এবং সকল সদস্য এই প্রস্তাবকে সমর্থন করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়। এ সময় নব-নির্বাচিত অভিভাবক সদস্য মো. এলিয়াছ মিয়া অনুপস্থিত ছিলেন।
এর আগে চলতি মাসের ১৯ তারিখে বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মো. সফিকুল ১২৮ ভোট, মো. আ. সালাম ১২০ ভোট, মো. লুৎফর রহমান ১১০ ভোট ও মো. এলিয়াছ ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। সংরক্ষিত মহিলা সদস্য পদে নুরজাহান বেগম ১০৭ ভোট পান। নির্বাচনে অভিভাবক সদস্য পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে সাধারণ শিক্ষক পদে মো. মাঈন উদ্দিন, মুহাম্মদ সিদ্দিকুর রহমান ও সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য পদে মোছা. রহিমা বেগম প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বীরমুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়াকে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত করায় অভিভাবক সদস্য, শিক্ষকবৃন্দসহ এলাকাবাসীর নিকট কৃতজ্ঞতা জানান। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও এলাকার শিক্ষার প্রসারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।