• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:১৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরের ১১ ইউনিয়নে চলছে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ভৈরবে ড্রেজার দিয়ে খাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড পাকুন্দিয়ায় পথচারীদের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ অধিগ্রহণকৃত প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে আছে স্টেশনে, যাত্রীদের চরম দুর্ভোগ করিমগঞ্জ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ মো. সিদ্দিক উল্লাহ কমলপুর পশ্চিমপাড়া যুব সংঘের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মা-বাবাকে মারধরের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে ৩ মাসের সাজা টিকটকে আসক্ত কিশোরীকে মোবাইল টিপতে মা বাধা দেয়ায় ফাঁসিতে আত্মহত্যা রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ বিরাজ করছে উত্তেজনা

ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহর পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ তার নিজ দলের নেতাকর্মীসহ ভৈরববাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তাঁর বাণীতে বলেন, ঈদুল আযহার দিনটি ইসলামের ইতিহাসে ত্যাগের মহিমায় উজ্জ্বল হয়ে আছে। পবিত্র ঈদুল আযহা পালন করা হয় আল্লাহর রাহে প্রিয় বস্তু উৎসর্গ করে। এই উৎসর্গ করার আনুষ্ঠানিক দিকটি হলো কোরবানী। কোরবানীর মধ্য দিয়ে আল্লাহর বান্দা তার নৈকট্য লাভের দিকে অগ্রসর হয়।
এসএম বাকী বিল্লাহ তার বাণীতে আরো বলেন, এখন চলছে আষাঢ় মাস। বাহিরে প্রচণ্ড তাপমাত্রা। এই তাপমাত্রায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না।
যানবাহনে অতিরিক্ত যাত্রী হয়ে উঠবেন না। রাস্তা-ঘাটে তাড়াহুড়ো করে চলবেন না। রাস্তার যে কোন একপাশ দিয়ে হাঁটুন। যাতায়াতের সময় কোন অপরিচিত লোকজনের দেয়া খাবার খাবেন না। যাত্রীবাহী বড় পরিবহনে একা যাতায়াত করবেন না (এতে আপনার বিপদ হতে পারে)।
ঈদ উপলক্ষে যারা বিভিন্ন জায়গায় বেড়াতে যাবেন তারা অবশ্যই ঘরের বৈদ্যুতিক বাতি, ফ্যান, ফ্রিজ, এসি ও টিভির সুইচ বন্ধ করে যাবেন। কোন কারণে যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় তার জন্য প্রতিবেশীকে জানিয়ে ঘর তালাবদ্ধ করে যান। এতে করে চুরি, ডাকাতি থেকে রক্ষা পাওয়া যাবে।
যেসব ভাই-বোনেরা কোরবানী করবেন, আপনারা রাস্তা-ঘাটে কোরবানীর পশু জবাই করবেন না। বাড়ির আঙ্গীনায় কোরবানীর ব্যবস্থা করুন। যাদের বাড়ির আঙ্গীনায় জায়গা নেই ওইসব জনসাধারণ রাস্তার ওপর কোরবানী করলে অতিদ্রুত কোরবানীর বর্জ্য অপসারণ করে নিবেন।
পরিশেষে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারা বিশ্বের মুসলিম ভাই-বোনসহ দৈনিক পূর্বকণ্ঠ পরিবারের সকল সদস্যদের জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। ঈদ মোবারক।

এসএস বাকী বিল্লাহ
সভাপতি
ভৈরব পৌর আওয়ামী লীগ
ভৈরব, কিশোরগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *