• বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
মব জাস্টিস গণপিটুনি বন্ধ করুন দোষীকে আইনের হাতে দিন ……… সমন্বয়ক সাঈদ ভৈরবে মেঘনা নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ড ও বিএডিসি কর্তৃপক্ষ নরসিংদীর নতুন সিভিল সার্জন ডা. আমিরুল হক নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার নতুন সভাপতি সাবেক প্যানেল মেয়র মো. আরিফুল ইসলাম বিএনপি ক্ষমতায় এলে ভৈরব রক্ষায় আগানগর থেকে জগন্নাথপুর পর্যন্ত বেড়িবাঁধ হবে …..শরীফুল আলম ভৈরব শহর রক্ষা বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান বাজিতপুরে চার কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক হোসেনপুরে কমিউনিটি পুলিশ বিটের সভা ভৈরবে মেঘনা নদীর ভাঙ্গন রক্ষায় জিও ব্যাগে বালু ফেলছেন সেনাবাহিনী মেঘনার নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন মানবিকতার ভৈরব পরিবার

ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু’র পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা

# নিজস্ব প্রতিবেদক :-
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু ভৈরব পৌরবাসী ও দেশের সকল মুসলমানকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। তিনি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পৌর এলাকায় যারা কোরবানী করবেন তাদেরকে স্বাস্থ্যবিধি ও পৌর আইন মোতাবেক পশু কোরবানীর জন্য আহ্বান জানিয়েছেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১৩ জুন বৃহস্পতিবার এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।
বাণীতে মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আযহা। আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম (আ.) স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানী করতে উদ্যত্ত হয়েছিলেন, এটি মহান আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, আনুগত্য ও আত্মত্যাগের সুমহান দৃষ্টান্ত। হযরত ইব্রাহিম (আ.) ত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা চিরকাল অনুসরণ ও অনুকরণীয়।
মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু আরো বলেন, কোরবানীর ত্যাগ, শিক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে সামনে রেখে আগামীর সুন্দর ভৈরব নগরী গড়তে সহায়কের ভূমিকা পালন করবেন বলে আশা রাখি। নিজ বাড়ির আঙ্গিনায় কোরবানীর ব্যবস্থা করুন। কোরবানীর পর পশুর উচ্ছৃষ্ট অংশ মাটিতে পুতে ফেলুন। পশু কোরবানীর পর ওই স্থান পানি ও ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে ধুয়ে দিবেন। পরিচ্ছন্ন শহর ও দূষণমুক্ত পরিবেশ রাখতে সকলে এগিয়ে আসবেন।
আসুন, কোরবানীর ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। আপনাকে এবং আপনার পরিবারের সকলকে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।
পরিশেষে আবারো ভৈরব পৌরবাসী ও দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *