হুইল চেয়ার বিতরণের দৃশ্য -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে আস্থা-৯৩ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ইসলাহুল মুসলিমিন পরিষদের অর্থায়নে ১৭ মে শুক্রবার বিকালে কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গনে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি কৃষি গবেষণা ইনস্টিটিউট কিশোরগঞ্জ সরেজমিন গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন। এসময় আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহবুব এইচ শাহীন, যুগ্ম-সম্পাদক জি.আর হায়দার প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।