# মিলাদ হোসেন অপু :-
সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানী কমাতে সড়কের পাশে পাম্পগুলোতে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে টানিয়ে ব্যানার। এতে লেখা আছে হেলমেট নাই যার তেল নাই তার। এ স্লোগানকে বাস্তবায়ন করতে মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করতে অভিযান শুরু করেছে হাইওয়ে থানা পুলিশ।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ভাই ভাই ফিলিং স্টেশনের সামনে চলছে অভিযান। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকরা পাম্প থেকে তেল নিতে আসছে কিনা তা পর্যবেক্ষণ করছে হাইওয়ে পুলিশ। পুলিশের উপস্থিতিতে পাম্প মালিক কর্মচারীরা হেলমেট পরিহিতদের কাছে তেল বিক্রি করছে। আর যাদের হেলমেট পড়িহিত নেই তাদের ফিরিয়ে দিচ্ছে। যদিও এসময় অনেক মোটরসাইকেল চালক ও আরোহীদের সাথে বাকবিতন্ডাও হয়েছে পাম্প কর্মচারিদের সাথে। পরে অবশ্য পুলিশের সু-পরামর্শে চালক ও আরোহীরা বিষয়টি স্বাভাবিক ভাবে মেনে নিয়েছে এবং ভবিষ্যতে তারা হেলমেট ছাড়া রাস্তায় মোটরসাইকেল নিয়ে বের হবেনা বলে পুলিশকে আশ্বস্থ করেছেন।
এ দিকে পাম্প মালিক কর্মচারীরা যদি এ নির্দেশনা বাস্তবায়নে সহযোগিতা করে তাহলে সড়কে প্রাণহাণীর ঘটনা অনেকাংশে কমে আসবে বলছেন ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সাজু মিঞা।
তিনি বলেন, পুলিশের আইজিপি মহোদয়ের নির্দেশনায় হাইওয়ে পুলিশ প্রধান শাহাবউদ্দিন পিপিএম বার এর সার্বিক সহযোগিতায় ও পুলিশ সুপার রাজিবুল হাসান মহোদয়ের নেতৃত্বে আমরা ভৈরব থানা এলাকায় জনসাধারণকে সচেতন করতে কাজ করছি। এ লক্ষ্যে পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী “নো হেলমেট নো ফুয়েল” এ শ্লোগানকে কার্যকরী করতে আমরা বিভিন্ন লিফলেটসহ পোস্টার বিতরণ করছি। তাছাড়া পাম্প মালিকদেরও পুলিশের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে। কোন মোটরসাইকেল আরোহী হেলমেট ছাড়া তেল ক্রয় করতে আসলে যেন তাদের কাছে তেল বিক্রয় করা না হয়। নির্দেশনা না মানলে পাম্পের মালিকদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।