# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের নারী ও শিশুসহ ১০ জন আহত হয়েছে। আজ ১ মে বুধবার উপজেলার শিবপুর ইউনিয়নের টানকৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম।
সংঘর্ষে উভয় পক্ষের আহতরা হলেন, কৃষ্ণনগর দক্ষিণের বাড়ির রাসেল মিয়া (৩৫), কামাল মিয়া (৩৫), আলী হোসেন (৪০), আক্তার হোসেন (৫০), সাথী বেগম (২২) ও কুহিনুর (২০) ও সরু প্রধানের বাড়ির গুরুতর আহত উসমান মিয়া। আহতদের মধ্যে রাসেল, কামাল ও উসমান মিয়াকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সরু প্রধানের (কাইজ্জার) বাড়ির উসমান মিয়াকে দক্ষিণের বাড়ির মিলন মিয়া থাপ্পড় দেয়াকে কেন্দ্র করে আজ সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংষর্ষে জড়িয়ে পড়ে। তারা দুজনই পাদুকা ফ্যাক্টরিতে কাজ করে। কাজের বিষয় নিয়েই তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। এ সময় ৪টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এ বিষয়ে সুরুজ প্রধান ওরফে সরু প্রধানের বাড়ির মো. শামিম মিয়া জনান, তার বাড়ির উসমান মিয়া এবং দক্ষিণের বাড়ির মিলনসহ এলাকার কয়েকজন শ্রমিক ঢাকায় ছিদ্দিক বাজারে মানিক মিয়ার পাদুকা (জুতার) কারখানায় কাজ করে। ঈদুল ফিতরে সবাই বাড়িতে এসেছিল। কিন্তু বাড়িতে এসে দক্ষিণ বাড়ির মিলন ফোন দিয়ে তার কারখানার মালিক মানিক মিয়াকে বলেন উসমানকে কাজে রাখলে কোন কারিগর কারখানায় কাজ করবেনা। এ কথার ভিত্তিতে ২ জনের মধ্যে বাকবিতন্ডের এক পর্যায়ে মিলন মিয়া উসমানকে থাপ্পড় দেয়। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ বিষয়ে দক্ষিণের বাড়ির আ. রশিদ ও আছমা বেগম অভিযোগ করে বলেন, কাইজ্জার (সরু প্রধানের) বাড়ির লোকজন হামলা চালিয়ে তাদের মারধোর করে ৪টি বাড়িঘর ভাঙচুর করে টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে গেছে। এতে তাদের বাড়ির নারী ও শিশুসহ ৫ জন আহত হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবী জানান তারা।
এ দিকে কাইজ্জার বাড়ির শামিম ও খলিল মিয়া সংঘর্ষের কথা স্বীকার করলেও লুটপাট ও ভাঙচুরের কথা অস্বীকার করেছেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শফিক মিয়া জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত ও কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।