• বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে নির্মাণধীন বিল্ডিংয়ের দেয়াল ধসে দুই শিশু গুরুতর আহত বিকল পিকআপের পিছন থেকে আরেক মিনি পিকআপের সজোরে ধাক্কা বাপ ছেলেসহ তিনজন গুরুতর আহত সাবেক রাষ্ট্রপতির ছোটবোন সাবেক উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম মারা গেছেন জুলাই সনদের অনিশ্চয়তা নিয়ে জুলাই যোদ্ধার আবেগী স্ট্যাটাস দাদার লাশ দেখতে গিয়ে নাতনিও হয়ে গেল লাশ ‘পাতানো নির্বাচন করে পার পাবে না ইউনূসের সরকার নির্বাচন বয়কট করা হবে’ ……… আবু হানিফ ভৈরবে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা নদীপাড়ে শরতের কাশফুলে বিমোহিত প্রকৃতিপ্রেমীরা অনলাইনে কালোবাজারি বেড়েছে কালোবাজারি একই আসন বিক্রি করছে একাধিক যাত্রীর কাছে ১৮ বছর অতিক্রম করায় ২৭ কিশোরী পেলেন সম্মাননা

হোসেনপুরে স্ত্রী খুন স্বামীর যাবজ্জীবন

হোসেনপুরে স্ত্রী খুন
স্বামীর যাবজ্জীবন

# নিজস্ব প্রতিবেদক :-
হোসেনপুরে স্ত্রীকে খুন করায় স্বামীর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড, এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম করাদণ্ডের রায় হয়েছে। ২৫ মার্চ সোমবার দুপুরে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তি হোসেনপুরের টানসিদলা গ্রামের মৃত শামছুদ্দীনের ছেলে সোহেল মিয়া (৩৮)। মামলায় অপর ৯ আসামিকে খালাস দেওয়া হয়। রায়ের সময় দণ্ডিত সোহেলসহ ৭ আসামি আদালতে উপস্থিত ছিলেন।
হোসেনপুরের নামা সিদলা গ্রামের মৃত নূরুল ইসলামের মেয়ে নিহত নূর নাহারের ছোটভাই আরজু মিয়ার দায়ের করা মামলায় বলা হয়েছে, নূর নাহারকে ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি মারপিট করলে পরদিন কিশোরগঞ্জ সদর হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় আরজু মিয়া ৫ ফেব্রুয়ারি হোসেনপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার ১০ বছর আগে নূর নাহারকে পার্শ্ববর্তী টানসিদলা গ্রামের মৃত শামছুদ্দীনের ছেলে সোহেলের সাথে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর থেকেই সোহেলসহ পরিবারের লোকজন নূর নাহারকে অত্যাচার করতেন। ঘটনার সময় তাদের মোছা. মীম (৭) ও রামিয়া আক্তার (৫) নামে দুটি মেয়ে ছিল।
ঘটনার দিন দুপুরে সোহেল ভাত খাওয়ার সময় ডালে টমেটো নেই কেন জিজ্ঞাসা করেন। এসময় নূর নাহার জানান, টমেটো মেয়েরা খেয়ে ফেলেছে। এ কথা শুনেই নূর নাহারকে ঘরের বাইরে নিয়ে এলোপাতাড়ি লাথি ও কিলঘুষি মারতে থাকেন। এসময় সোহেলের দুই বড়ভাই মানিক মিয়া (৫৩) ও সবুজ মিয়াসহ পরিবারের অন্যরাও নূর নাহারকে মারপিট করেন। এসময় নূর নাহার জ্ঞান হারিয়ে ফেললে তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে পরদিন সকালে মারা যান।
এ ঘটনায় সোহেলকে গ্রেপ্তার করলে হত্যার দায় স্বীকার করে আদলতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা হোসেনপুর থানার এসআই ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর সব আসামিকে দায়ী করে আদালতে অভিযোগপত্র দিয়েছিলেন। আসামির আইনজীবী অশোক সরকার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপীল করবেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *