# এম.আর রুবেল :-
ভৈরবে জলমহালের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে মৎসজীবী লোকজন। ১৫ অক্টোবর সোমবার বেলা ১১টায় ভৈরব উপজেলা কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাদেকপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মো. ফজলুল হক, মৎসজীবী মো. শফিকুল ইসলাম, মৎসজীবী মো. রাসেল মিয়া প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দেন মৎসজীবীরা।
স্মারকলিপিতে বলা হয়, রসুলপুর গ্রামের একটি স্বার্থান্বেষী মহল যুগান্তর মৎসজীবী সমবায় সমিতি নাম দিয়ে নতুন সংগঠন সৃষ্টি করে এবং রসুলপুর জলমহালটি উন্নয়ন প্রকল্পের নাম দিয়ে ৬ বছরের জন্য ইজারা নেয়। সংগঠনের সভাপতি আব্দুল আজিজ খানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা ইজারা নেয়ার পর থেকে স্থানীয় শতাধিক গরীব জেলেদেরকে জলমহালে মাছ ধরতে বাধাসহ নানান জুলুম অত্যাচার ও মারধরের অভিযোগ করা হয়।
ইজারা গ্রহণকারী আব্দুল আজিজ খান রসুলপুর মৎসজীবী সমবায় সমিতির সদস্য বহাল থাকার পরও বেআইনিভাবে যুগান্তর মৎসজীবী সমবায় সমিতি সৃষ্টি করে এ নতুন সংগঠনের নামে ইজারা নেয়। একই ব্যক্তি দ্বৈত সদস্য হওয়া সম্পূর্ণ বৈআইনি ও মৎস আইন পরিপন্থী। তাই এই ইজারা বাতিল করে জেলেদের জন্য জলমহালটি উন্মুক্ত করে জেলেদের মাছ ধরার দাবি জানান অসহায় ও দরিদ্র জেলেরা।